৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী কচি খন্দকার, শাহনাজ খুশি, মিশা সওদাগর, বাশারদের পোস্টে সেই ঘটনাগুলোই প্রকাশ পায়। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা
১ / ৫
ছবিটি পোস্ট করে কচি খন্দকার লিখেছেন, ‘নাটকে অভিনয়ের দৃশ্য নয়। কিন্তু অভিনয়ের বাইরে কেউ কি আছি?’
ছবি: ফেসবুক
২ / ৫
গতকালের মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় নিহত হন ৬ জন। সেই ঘটনার ছবি পোস্ট করে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘কাল এ চিত্র দেখার পর, খবর দেখার পর থেকে অসুস্থ লাগছে। মানুষ দুইটা পয়সা বেশি খরচ করে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে, ট্রাফিক জ্যাম, দুর্ঘটনা ও সময় বাঁচানোর জন্য। সেখানেও এই ভয়াবহ দুর্ঘটনা! মানুষ তাহলে কোথায় নিরাপদ! আমরা দেখে বা জেনেই ট্রমাতে ভুগছি, যাদের জীবনে এমন ঘটনা ঘটল, তারা কোন শক্তিতে উঠে দাঁড়াবে।’
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেতা খায়রুল বাশার ছবিটি পোস্ট করে আশ্রয় নিয়েছেন গানের, ‘যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি...’
ছবি: ফেসবুক
৪ / ৫
বিরতি পর একসঙ্গে গানে দেখা গেছে ইমরান ও পড়শীকে। বিরতির পর মুক্তি পাওয়া সেই গান নিয়ে পড়শী লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’
ছবি: ফেসবুক
৫ / ৫
নিয়মিতই ফেসবুক সবর থাকেন তিনি। শুটিং কিংবা ব্যক্তিগত নানা মতামত প্রকাশ করেছেন। ছবিটি পোস্ট করে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘কারোর মতো নয়, আপনার যা আছে, সেটাই দিয়েই আপনি নিজেকে তৈরি করুন।’
আরও পড়ুন