অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা

স্বামী ও সন্তানের সঙ্গে দেবলীনাঅভিনেত্রীর ইনস্টাগ্রাম

টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।

স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

তবে শুধু ট্রলই নয়, তার চেয়েও বেশিসংখ্যক মানুষ পাশে দাঁড়িয়েছেন দেবলীনার। অভিনেত্রী লিখেছেন, ‘আমার সন্তানকে ঘিরে দুই হাজারের বেশি নেতিবাচক মন্তব্য পেলেও সাত হাজারের মতো ইতিবাচক মন্তব্যও পেয়েছি। যাঁরা আমার ছেলেকে আশীর্বাদ, ভালোবাসা আর প্রার্থনা পাঠিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

সাইবার ক্রাইম ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। দেবলীনা বলেন, ‘আমি সব মাকে অনুরোধ করব, ট্রোল বা বুলিংয়ের মুখে পড়লে চুপ করে থাকবেন না। বিশেষ করে আপনার সন্তান যদি এর শিকার হয়, তাহলে তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ান। প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান।’

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
ইনস্টাগ্রাম

দেবলীনার এই সাহসিক অবস্থানের প্রশংসা করছেন বহু মানুষ। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘মাত্র সাত মাসের শিশুকে ঘিরে এত ঘৃণা—এই সাহস তারা কীভাবে পেল? আপনি যে প্রতিবাদ করেছেন, তাতে আমরা অনুপ্রাণিত।’
২০২২ সালে দেবলীনা বিয়ে করেন তাঁর জিম প্রশিক্ষক শাহবাজ শেখকে। গত বছর তাঁদের ঘরে জন্ম নেয় পুত্র জয়। ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে ‘গোপী মোদি’ চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান দেবলীনা। পরবর্তী সময়ে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে তিনি পান জনপ্রিয়তা।