প্রেমিকার শেষ দিনগুলো...

তটিনী ও জোভান। ছবি: সংগৃহীত

ভালোবাসা যেমন কোনো যৌক্তিকতা মানে না, তেমনি ভালোবাসাকে কোনো সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখা যায় না। সেখানে ভালোবাসার শেষ দিনগুলোকে আঁকড়ে ধরেই বাকি জীবন কাটিয়ে দিতে চান আবির; যা দেখে পাগলামি মনে হলেও এমন ঘটনাই ঘটেছিল চট্টগ্রামে। বাস্তব সেই ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে নাটক ‘এক জীবনে।’

তটিনী ও জোভান। ছবি: সংগৃহীত

নাটকে দেখা যাবে, নীলিমা হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন যে তাঁর সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। এ সময় ভালোবাসার মানুষের পাশে থাকেন আবির, প্রেমিকার শেষ ইচ্ছাগুলো পূরণ করেন। ভালোবাসার শেষ দিনগুলোর সেসব গল্প নিয়েই এই নাটক। ‘এক জীবনে’ নাটকে ‘আবির’ চরিত্রে ফারহান আহমেদ জোভান ও ‘নীলিমা’ চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

তটিনী ও জোভান। ছবি: সংগৃহীত

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রিফাত আদনান। কেন নাটকটির গল্প বাস্তবতা থেকে বেছে নিলেন, এমন প্রশ্নে এই তরুণ নির্মাতা বলেন, ‘নাটকটির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে এক অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি। যেখানে ভালোবাসার মানুষটিকে ঘিরে রয়েছে অসংখ্য পাগলামি, যার কিছুটা যৌক্তিক, আবার কিছুটা অযৌক্তিক। অসুস্থ প্রেমিকাকে মানসিকভাবে স্বস্তিতে রাখার শেষ দিনগুলো ছিল অনেক মানবীয় ঘটনাকে ঘিরে। ভালোবাসার এমন বিরল দৃষ্টান্ত সত্যিই আমাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল।’

শুটিংয়ের সময়ের পরিচালক রিফাত, জোভান ও অন্যরা। ছবি: পরিচালকের সৌজন্যে

নাটকটি প্রযোজনা করেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি সম্প্রতি প্রচার হয়েছে ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায়। নাটকে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুক, অর্পন, বাপ্পী বাশার, নিশুসহ আরও অনেকে।