জাপানে কী করছেন অপর্ণা

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির মাধ্যমে জানা যায় তারকাদের যাপিত জীবনের গল্প। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়শিল্পী অপর্ণা ঘোষের কয়েকটি স্থিরচিত্রে জেনে নেওয়া যাক তিনি এখন কোথায় আছেন, কী করছেন এসব।
১ / ১০
‘আমাদের প্রথম চেরি ব্লসম দর্শন’, এমন ক্যাপশন দিয়ে ফেসবুকে স্বামী সত্রাজিৎ দত্তসহ দুটি স্থিরচিত্র পোস্ট করেন। এরপর অপর্ণার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, এখন তিনি জাপানে আছেন। গত বছরের ডিসেম্বরে এসেছেন। থাকবেন আরও দুই মাস। এরপর ঢাকায় ফিরে অভিনয় শুরু করবেন
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
২ / ১০
অভিনয়শিল্পী অপর্ণার স্বামী সত্রাজিৎ দত্ত জাপানে থাকেন। পেশায় আইটি ইঞ্জিনিয়ার সত্রাজিৎ জাপানের এয়ারবাসে কর্মরত। স্বামীর সঙ্গে সময় কাটাতে ডিসেম্বরে জাপানে যান। এদিকে জাপানে থাকার কারণে ঈদের কোনো নাটকে অভিনয় করা হয়নি। তাই তো এবারের ঈদে কোনো নাটকে দেখা যাবে না এই অভিনয়শিল্পীকে
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৩ / ১০
চার মাসে জাপানের চারটি শহর ঘুরে বেড়িয়েছেন অপর্ণা। স্বামীর সপ্তাহে দুই দিন ছুটি। এই ছুটির দিনে দুজন বেরিয়ে পড়েন পছন্দের কোনো শহরে। বললেন, ‘আমাদের দুজনেরই ঘোরাঘুরি ভীষণ পছন্দের। তাই তো সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়ি। দুই দিনে একটা শহর ভালোভাবে ঘোরা যায়। দর্শনীয় সব স্থান কাভার করা যায়।’
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৪ / ১০
জাপানে সবাই কাজপাগল। কেউ কারও পেছনে নেই। কাজের মধ্য দিয়ে কে কতটা নিজেকে এগিয়ে নিতে পারে, সেই চেষ্টাতে তাদের সব মনোযোগ। জাপানে এত লম্বা সময় না থাকলেও এটা উপলব্ধি করতে পারতাম না।
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৫ / ১০
সপ্তাহের পাঁচ দিন কাজের পর দুই দিনের ছুটি সবাইকে আবার নতুনভাবে কাজে ঝাঁপিয়ে পড়ার উৎসাহ দেয়। গত কয়েক মাসে আমি সত্রাজিতের সঙ্গে পথ চলতে গিয়ে এটা টের পেয়েছি। আমারও মনে হয়েছে, কাজ আর উদ্‌যাপন—এটা কিন্তু দারুণ
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৬ / ১০
জাপানে থাকতে থাকতে সেখানকার ভাষাটাও রপ্ত করে নিচ্ছেন।
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৭ / ১০
চট্টগ্রামের মেয়ে অপর্ণা  কথা প্রসঙ্গে বললেন, অনেকেই বলে থাকেন, চট্টগ্রামের ভাষা খুব কঠিন। আমার তো জাপানে এসে মনে হচ্ছে, এখানকার ভাষা তার চেয়ে অনেক বেশি কঠিন। দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা (হাসি)।
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৮ / ১০
ঘোরাঘুরি পছন্দ করা অপর্ণা ঘুরতে ঘুরতে জাপানের কিয়োটো শহরের কিনাকাকুজি মন্দিরে পৌঁছান। সেখানে তাঁর দারুণ সময় কেটেছে বলে জানালেন।
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
৯ / ১০
শিরাকাওয়া-গো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধিত জাপানের একটি সুন্দর ঐতিহ্যবাহী গ্রাম। জাপানের সবচেয়ে ভারী তুষারপাত অঞ্চলগুলোর মধ্যে একটিতে অবস্থিত। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে প্রচুর তুষার পড়ে এবং স্তূপ হয়ে যায়, একটি বিশুদ্ধ সাদা পৃথিবী তৈরি করে। তখন সময় কাটাতে সেখানে যান অপর্ণা। বললেন, ‘আমরা তো জাপানের ওসাকার কোবে শহরে থাকি। শিরাকাওয়া-গোতে যাওয়ার পথটা কষ্টের। তবে এ ধরনের দৃশ্য দেখার পর সবকিছু ভুলে যেতে হয় বলে জানালেন তিনি
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে
১০ / ১০
অভিনয়শিল্পী অপর্ণার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবন কেটেছে চট্টগ্রামে। স্কুলের পাট চুকে গেলেই নাটকের দল নান্দিকারের সঙ্গে যুক্ত হন। বাবার হাতে গড়া দলের মহড়া প্রায়ই নিজেদের বাসায় হতো। মগ্ন হয়ে সেসব মহড়া দেখতেন। বাবার সঙ্গে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের মঞ্চেও যাওয়া-আসা করতেন। ২০০৬ সালে প্রতিযোগিতা শেষে সেরা দশে জায়গা হয় তাঁর। এরপর ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসার মধ্যে ছিলেন। এরপর বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। কাজ করেছেন চলচ্চিত্রেও। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে  ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মৃত্তিকা মায়া’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ চলচ্চিত্রগুলো। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ
ছবি : অপর্ণা ঘোষের সৌজন্যে