ইদ্রাকপুর কেল্লার পুকুরের মাঝখানে মঞ্চ, আজ আবার সেই ‘ইত্যাদি’
নদীবিধৌত প্রত্ননগরী মুন্সীগঞ্জে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সংকলিত পর্ব আবারও প্রচারিত হতে যাচ্ছে। আজ ৪ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হবে বিশেষ এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত এই পর্বটি ধারণ করা হয়েছিল ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লার পুকুরের মাঝখানে, কেল্লার আদলে নির্মিত দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চে। কয়েক হাজার দর্শক নিয়ে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি।
এই পর্বে মুন্সীগঞ্জের সন্তান সংগীতশিল্পী তাহসান পরিবেশন করেছেন নতুন একটি গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। বাংলাদেশের লোকসংগীতের কিংবদন্তি আবদুল আলীমের জনপ্রিয় একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত, শিশু জাহিদ, বাদশা ও শাহজাহান। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
রয়েছে মুন্সীগঞ্জকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা। পদ্মাপাড়ে ধারণ করা গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।
এ ছাড়া এবারের সংকলিত পর্বে রয়েছে ইত্যাদির ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত পর্ব থেকে কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবুর একটি দেশাত্মবোধক গান। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু।
দর্শক পর্বেও থাকছে চমক। মুন্সীগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে নির্বাচন করা হয় চারজনকে। দ্বিতীয় পর্বে তাঁদের সঙ্গে যোগ দেন দুই প্রজন্মের দুই তারকা—মুন্সীগঞ্জেরই সন্তান ফেরদৌস ওয়াহিদ ও বালাম।
বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে বিশেষ কিছু প্রতিবেদন। মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের নিয়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন থাকছে। রয়েছে মুন্সীগঞ্জের বিখ্যাত টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনও। তালতলীর এক গ্রামের চার বোনের সংগ্রামী জীবনের গল্পও উঠে আসবে পর্বটিতে—যাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ইত্যাদিতেই প্রথম পরিবেশিত হয় বিশ্ববিস্ময় কিছু বিদেশি প্রতিবেদন। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর নিয়ে বিশেষ প্রতিবেদন।
এ ছাড়া ১৫-২০ বছর আগে ইত্যাদিতে উপহার দেওয়া গাছগুলোর বর্তমান অবস্থা দেখানো হবে এবারের পর্বে। থাকবে সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলিত বিদ্রূপাত্মক নাট্যাংশ। প্রতিবারের মতো এবারও থাকছে জনপ্রিয় নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ।