বিন্দু শোনালেন পত্রিকায় প্রথম ছবি প্রকাশের গল্প, শুভ দিলেন অনুপ্রেরণা

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত ‘উনিশ ২০’ চলচ্চিত্রের প্রচারে আরিফিন শুভ ও অভিনেত্রী বিন্দু ভক্তদের মাতালেন। ‘শিখো-প্রথম আলো’র উদ্যোগ আয়োজিত জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে মঞ্চে উঠেছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে শুভ ও বিন্দু দারুণ আড্ডায় মেতে ওঠেন। কয়েকটি স্থিরচিত্রে একনজরে দেখে নেওয়া যাক সেই মুহূর্ত
১ / ৬
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমেই মঞ্চে ওঠেন বিন্দু। শিক্ষার্থীদের অভিনন্দন জানান
ছবি: প্রথম আলো
২ / ৬
বিন্দু এ সময় তাঁর জীবনের গল্প ভাগাভাগি করেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীদের বিন্দু জানান, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়ার আগেই একবার তাঁর ছবি পত্রিকায় ছাপা হয়েছিল। সেটা এসএসসি পাস করার পর, সেবার বিন্দু জিপিএ-৫ পেয়েছিলেন
ছবি: প্রথম আলো
৩ / ৬
এই সময় ভক্তদের মনে করিয়ে দেন, দীর্ঘ ৮ বছর পর তাঁর চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। চরকি প্রযোজিত এই চলচ্চিত্রের নাম ‘উনিশ ২০’। চলচ্চিত্রটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাবে
ছবি: প্রথম আলো
৪ / ৬
বিন্দুর পরই মঞ্চে ওঠেন আরিফিন শুভ। তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক কথা বলেন। শুভ বলেন, এই জিপিএ-৫ জীবনের সেরা সফলতা নয়
ছবি: প্রথম আলো
৫ / ৬
ভক্তদের শুভ আরও বলেন, জীবনে সফল হতে গেলে ব্যর্থতাও আসবে। অনেক চড়াই-উতরাই পার করতে হয়। জিপিএ-৫ জীবনে পথ চলার একটি অংশ
ছবি : প্রথম আলো
৬ / ৬
সর্বশেষ শুভ ও বিন্দু একসঙ্গে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় ভক্তরাও তাঁদের সঙ্গে ফ্রেমে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন
ছবি: প্রথম আলো