ঈদে কে নাটক বেশি করছেন, কে কম

ঈদের সবচেয়ে বেশি নাটকে দেখা যাবে অপূর্ব, সাদিয়া আয়মান, মোশাররফ করিম, সামিরা খান, তৌসিফদের
কোলাজ : প্রথম আলো

ঈদে সর্বোচ্চসংখ্যক নাটক করছেন অপূর্ব। অন্তত এখন পর্যন্ত পাওয়া হিসাব তা–ই বলছে। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে ৩০টি নাটকে দেখা যাবে তাঁকে। এর মধ্যে আছে ‘রুনু ভাই ৩’, ‘প্রীতি মাই লাভ’, ‘জোছনাহারা’, ‘পথে হলো পরিচয়’, ‘সারপ্রাইজ’, ‘ডিয়ার ভিলেন’, ‘প্রিয় পরিবার’ ইত্যাদি।

ঈদে সর্বোচ্চসংখ্যক নাটক করছেন অপূর্ব
ফেসবুক থেকে নেওয়া

কাজগুলো প্রসঙ্গে গত রোববার অপূর্ব প্রথম আলোকে বলেন, ‘গতবার ঈদে আরও বেশি নাটক ছিল। এবারও অনেক চিত্রনাট্য হাতে পেয়েছি। কিন্তু সব তো করা সম্ভব নয়। যেগুলো করেছি, এখনো করছি, একেবারেই বেছে বেছে।’ তিনি আরও বলেন, ‘নাটকগুলোতে গল্পের সঙ্গে চরিত্রেরও ভিন্নতা আছে। যেমন প্রিয় পরিবার নাটকে বাবার চরিত্র করেছি, যা আগে কখনো করিনি। জাল টাকার কারবার নিয়ে ‘জোছনাহারা’ নাটকটিও অন্য রকম কাজ। এ ধরনের আমার আরও অনেক নাটক আছে।’

ঈদে মোশাররফ করিমের নাটকে দর্শকের একটা বাড়তি আগ্রহ থাকে। ওটিটির কাজে ব্যস্ত হয়ে পড়লেও ঈদের সময় ছোট পর্দার দর্শকের সঙ্গে থাকতে সময় বের করে কাজ করেন এই অভিনেতা
সংগৃহীত

ঈদে মোশাররফ করিমের নাটকে দর্শকের একটা বাড়তি আগ্রহ থাকে। ওটিটির কাজে ব্যস্ত হয়ে পড়লেও ঈদের সময় ছোট পর্দার দর্শকের সঙ্গে থাকতে সময় বের করে কাজ করেন এই অভিনেতা। শনিবার তিনি জানিয়েছেন, এবারের ঈদে ১৫টির বেশি নাটকে তাঁকে দেখা যাবে।

চঞ্চল চৌধুরীকে এই ঈদে মাত্র দুটি খণ্ড ধারাবাহিক ও একটি টেলিছবিতে দেখা যাবে
ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরীকে এই ঈদে মাত্র দুটি খণ্ড ধারাবাহিক ও একটি টেলিছবিতে দেখা যাবে। এই অভিনেতা শনিবার বলেন, ‘বাজেট থেকে শুরু করে নানা কারণে এখন টেলিভিশনে অনেক নাটকে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। যেখানেই কাজ করি, ভালো কাজ করতে হবে। টেলিভিশনে সেই জায়গা মনে হচ্ছে দিন দিন ছোট হয়ে আসছে। ওটিটিতে ভালো কাজের যে ধরনের সুযোগ-সুবিধা আছে, টেলিভিশনে সেটি হচ্ছে না। ওটিটিতে প্রশংসিত কাজ করার পর টেলিভিশনে সেই জায়গা না থাকলে তো নিজের ক্যারিয়ারের জন্য সমস্যা।’

ঈদে এবার (বাম থেকে) তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, জোভানদের একাধিক নাটকে দেখা যাবে
ছবি : ফেসবুক

তৌসিফ ও জোভানের ঈদের নাটকের সংখ্যা এবার কমে এসেছে। গত বছরের রোজার ঈদে জোভানের নাটকের সংখ্যা ছিল ১৮। এবার ১৫টি নাটকে দেখা যাবে, এর মধ্যে ‘লাস্ট সেমিস্টার’, ‘সুইট কিস’, ‘মনজুড়ে’, ‘সুন্দরীতমা’, ‘নোঙর’ অন্যতম। কাজ কম করার কারণ হিসেবে শুক্রবার জোভান বলেন, ‘এক-দুই বছর ধরে নাটকে জনপ্রিয় বা ব্যস্ত শিল্পীদের মধ্যে একটা বিষয় মাথায় এসেছে, তা হলো ভালো গল্পে, ভালো চরিত্রে কাজ। ওটিটিতে একের পর এক কনটেন্ট আলোচনায় আসার পর থেকে এ ঘটনা হয়তো অনেকের মাথায় কাজ করছে। এখন আর আগের মতো সংখ্যার প্রতিযোগিতা নেই। এবার আমি একেকটি নাটকের শুটিং করতে সময় নিয়েছি চার-পাঁচ দিন, যত্ন নিয়ে কাজগুলো করেছি। সংখ্যা কম হলেও নাটক ভালো হলে সাড়া পাওয়া যাবে।’

গতবার ঈদুল ফিতরে প্রায় ৩০টি নাটকে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। এবার তাঁকে দেখা যাবে ১৫টি নাটকে। এর মধ্যে অন্যতম তোমার হতে চাই, ‘পলিটিকস’, ‘অন্তহীন’, ‘কষ্টের নাম মায়া’, ‘মা–বাবার সন্তান’, ‘টিফিন বক্স’। এবারের ঈদে তাঁর অভিনীত নাটকগুলো নিয়ে সেভাবে আলাদা করে বলতে চাননি তৌসিফ। রোববার তিনি শুধু বলেন, ‘প্রতিবার যে ধরনের গল্পে কাজ করি, এবারও অনেকটা সে রকমই।’ ঈদে নাটকের সংখ্যা কমে যাওয়া নিয়ে এই অভিনেতা বলেন, ‘অনেকগুলো চিত্রনাট্য পেয়েছিলাম। যেগুলো পছন্দ হয়েছে, সেগুলোই করেছি, করছি।’

গতবার ২০টি নাটক থাকলেও এবার ঈদে ১০ কি ১২টি নাটকে সাবিলা নূরকে দেখা যাবে
ছবি: ফেসবুক

গতবার ২০টি নাটক থাকলেও এবার ঈদে ১০ কি ১২টি নাটকে সাবিলা নূরকে দেখা যাবে। এর মধ্যে আছে ‘শহরে অনেক রোদ’, ‘নীরা’, ‘রুনু ভাই ৩’, ‘যাত্রা বিরতিহীন’, ‘আপসহীন’, ‘সাহারা মরুভূমি’, ‘জোছনাহারা’, ‘মিস বারবার’, ‘সারপ্রাইজ’, ‘কদম বনে বৃষ্টি’। শনিবার সাবিলা প্রথম আলোকে বলেন, ‘এখন গল্প বেছে বেছে কাজ করছি। তা ছাড়া ওটিটিতে সময় দিচ্ছি। এসব কারণেই নাটক কিছুটা কম। তবে গতবারের ধারাবাহিকতা বজায় রেখে এবারও নারীকেন্দ্রিক গল্পে কাজ করার চেষ্টা ছিল।’

ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ সাফা কবির ৮ এপ্রিল প্রথম আলোকে জানান, আগামী ঈদুল ফিতরে তাঁর নাটক ১০টির মতো হবে।

সাবিলা, সাফাদের পরের প্রজন্ম কেয়া পায়েলও জানান, ঈদুল ফিতরে বেশি কাজ করেননি তিনি। তাঁরও ১০ থেকে ১২টি নাটক প্রচারিত হওয়ার কথা। এর মধ্যে আছে ‘ফরএভার’, ‘মাতা–পিতা ও সন্তান’, ‘লাভ ইউ ভাইয়া’, ‘পোস্টম্যান’। তিনি শনিবার বলেন, ‘আরও বেশি কাজের প্রস্তাব ছিল, করিনি। আমার কাছে মনে হয় দশটা গতানুগতিক কাজের চেয়ে পাঁচটা ভালো কাজ করার চেষ্টা থাকা ভালো। সংখ্যার চেয়ে এক-দুটি ভালো কাজই একজন শিল্পীকে এগিয়ে দিতে পারে।’

গত বছর ঈদুল ফিতরে আটটি নাটক প্রচারিত হয়েছিল এ প্রজন্মের নায়িকা সামিরা খানের। এবার নাটকের সংখ্যা এক ডজন
ছবি : প্রথম আলো

গত বছর ঈদুল ফিতরে আটটি নাটক প্রচারিত হয়েছিল এ প্রজন্মের নায়িকা সামিরা খানের। এবার নাটকের সংখ্যা এক ডজন। নাটকগুলোর মধ্যে আছে ‘বোধ’, ‘স্টুপিড লাভ’, ‘রাতের রানি’, ‘ঈদ সালামি’ প্রভৃতি। ঈদের কাজ নিয়ে সামিরা শনিবার বলেন, ‘ভালো গল্পে কাজের চেষ্টা করি। গল্পের ভিন্নতা খুঁজি। এবার অনেকগুলো ভালো গল্প, ভালো চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। এ কারণেই কাজগুলো করেছি, করছি। ‘বোধ’ নামে একটি কাজ করলাম, সেখানে আমি আর ফারহান নায়ক-নায়িকা নয়, ভাই-বোন। আবার নারীকেন্দ্রিক গল্পের রাতের রানি করলাম।’

গত ঈদে একটি কাজও ছিল না। এবার ১৫টি নাটকে দেখা যাবে সাদিয়া আয়মানকে। ওটিটিতে ‘মায়াশালিক’ প্রচারের পর ব্যস্ততা বেড়েছে বলে রোববার সাদিয়া আয়মান জানান, ‘আগে তো বিজ্ঞাপনে বেশি সময় দিয়েছি। নাটক করতাম না। গত বছর ঈদুল আজহায় আরিয়ান ভাইয়ের ‘ফুলের নামে নাম’ করেছিলাম। এরপর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ আমাকে অভিনয়ে আগ্রহী করেছে। এবারের ঈদটা আমার জন্য অন্য রকমের হবে।

গত ঈদে একটি কাজও ছিল না। এবার ১৫টি নাটকে দেখা যাবে সাদিয়া আয়মানকে
ছবি : ফেসবুক

ঈদে এই প্রথম আমার অনেকগুলো নাটক প্রচারিত হবে। এই ঈদে দর্শকের সঙ্গে আমার যোগাযোগটা বাড়বে।’ ঈদে সাদিয়ার নাটকগুলোর মধ্যে আছে কষ্টের নাম ‘মায়া’, ‘দই ফুচকা’, ‘বাবুই পাখির বাসা’, ‘দ্য ফার্স্ট কেস’, ‘অল্প কিছুদিন পরের গল্প’, ‘জলতরঙ্গ’ প্রভৃতি। ঈদে এবার তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, মুশফিক ফারহানদের হাতে গোনা কিছু নাটকে দেখা যাবে।