হাসতে গেলেও ভাবতে হবে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী হিমি, খায়রুল বাসার, বর্ষণদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
সম্প্রতি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর হাতে খুন হয়েছেন। সেই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছে। সেই প্রসঙ্গে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি লিখেছেন, ‘হাসতে গেলেও ভাবতে হবে।’
ছবি: ফেসবুক
২ / ৫
অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লিখেছেন, ‘যদি আপনি সবকিছু বুঝতেন বা জানতেন, তাহলে আপনাকে অবশ্যই জাদুঘরে রাখা হতো।’ কথাগুলো মূলত জাপানি প্রবাদ থেকে নিয়েছেন এই অভিনেতা, সেটাও জানিয়েছেন।
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেত্রী জাকিয়া বারী মমর ছবিতে আরেক অভিনেত্রী সুষমা সরকার। ছবিটি পোস্ট করে সুষমা লিখেছেন, ‘সে যে বসে আছে...।’ পরে মমর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘অনেক ভালোবাসি মম। সুন্দর ছবি হয়েছে।’
ছবি: ফেসবুক
৪ / ৫
চলচ্চিত্র অনুদানের প্রস্তাবনা জমা দেওয়ার জন্য প্রযোজকদের বাজেটের ১০ ভাগ অর্থ ব্যাংকে দেখানোর কথা বলা হয়েছে। সেটা নিয়ে অভিনেতা সোহেল মণ্ডল লিখেছেন, ‘প্রযোজক বা নির্মাতাকে প্রজেক্ট জমা দেওয়ার প্রক্রিয়ায় কেন ব্যাংক সিকিউরিটি লাগবে। যদি সিকিউরিটির প্রশ্ন হয়, তবে প্রজেক্ট সিলেকশন হওয়ার পর সেটা চাওয়া যেতে পারে। তার আগে সবারই প্রজেক্ট জমা দেওয়ার সুযোগটুকু তৈরি করে দেওয়া হোক।’
ছবি: ফেসবুক
৫ / ৫
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী হত্যার সেই আলোচিত ঘটনা প্রসঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেতা খায়রুল বাসার নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুলের আশ্রয়, ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন