ট্রেন্ডিংয়ে নতুন কোন নাটক, কী বলছেন দর্শকেরা

অনেক দিন ধরেই ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে যেতে পারছে না বাংলা নাটক। কোলাজ

অনেক দিন ধরেই ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে যেতে পারছে না বাংলা নাটক। ট্রেন্ডিংয়ের সেরা ৫টি স্থান দখল করে রাখে নানা বিষয়ে নির্মিত শর্টস, রাজনৈতিক টক শো। আজ বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা ২০–এ রয়েছে বেশ কয়েকটি নতুন নাটক।

ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা বেশির ভাগ নাটক কমেডিধর্মী, চলতি সপ্তাহে এর ব্যতিক্রম ছিল না। গত ২৪ জানুয়ারি মুক্তি পায় মোহিন খানের নাটক ‘কিপটা ফ্যামিলি’র প্রথম পর্ব। মুক্তির পর থেকেই নাটকটি পছন্দ করেছেন দর্শকেরা।

আজ বেলা দেড়টা পর্যন্ত নাটকটির ভিউ ৩৭ লাখ ৮৯ হাজার। গত ২৭ জানুয়ারি আসে নাটকটির দ্বিতীয় পর্ব। পর্বটি আছে ট্রেন্ডিংয়ের ১৩ নম্বরে। সর্বশেষ ৩১ জানুয়ারি এসেছে ‘কিপটা ফ্যামিলি’র তৃতীয় পর্ব, এটা আছে ট্রেন্ডিংয়ের ৮ নম্বরে। দুই দিনে নাটকটির ভিউ ২০ লাখের বেশি।

মোহিন খানের লেখা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, চিত্রলেখা গুহ। গ্রামীণ পটভূমিতে নির্মিত কমেডি নাটকটির প্রশংসা করেছেন অনেক দর্শক। কেউ কেউ আবার কৃপণ মানুষ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মন্তব্যের ঘরে।

ট্রেন্ডিং নিয়ে আলোচনা, সেখানে নিলয় আলমগীর আর হিমির নাটক থাকবে না, তা কী হয়! এ দুই তারকার অভিনীত নাটক ‘আই হেট ম্যারেড লাইফ’ আছে ট্রেন্ডিংয়ের ১০–এ। নাটকটিতে অভিনয় করেছেন হাসিব হোসাইন রাখি। এক দর্শক মন্তব্যে ঘরে নিলয়-হিমি জুটির প্রশংসা করে লিখেছেন, ‘নিলয়-হিমি মানে পুরো আগুন।’

ট্রেন্ডিংয়ের ১৮ নম্বরে আছে রোমান্টিক নাটক ‘প্রেমিক’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। মারুফ হোসাইন সজীবের লেখা নাটকটি পরিচালনা করেছেন তানভীর তন্ময়। নাটকটির প্রশংসা করে এক দর্শক লিখেছেন, ‘নাটকটিতে বাসার ভাই ও তিশা আপু ফাটাফাটি অভিনয় করেছে; এ নাটকের জন্য পুরস্কার পাওয়া উচিত।’

আরও পড়ুন

অনেকে আবার বাসার ও তিশা জুটিকে বাণিজ্যিক সিনেমায় দেখতে চান, এমন মন্তব্যও করেছেন।