গল্পটি তারকা হতে চাওয়া নিম্নমধ্যবিত্ত রুমিনার

শহীদুজ্জামান সেলিম ও রোদসী সিদ্দিকাপরিচালকের সৌজন্যে

রুমিনা নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে বিনোদনজগতের তারকা হতে চায়। ভাগ্যের ফেরে প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার ভূঁইয়ার ফাঁদে আটকা পড়ে। বিবাহিত আনোয়ার ভূঁইয়া রুমিনাকে দামি ফ্ল্যাট-গাড়ি উপহার দেয়। বিয়ের আশ্বাস দেয়। সপ্তাহে একবার দুজন সময় কাটায়।
কয়েক মাস পর রুমিনার মধ্যে একধরনের পরিবর্তন লক্ষ করে আনোয়ার ভূঁইয়া। কিন্তু বারবার প্রশ্ন করেও সঠিক উত্তর পায় না। এক রাতে রুমিনা জানায়, সে একজনের প্রেমে পড়েছে। তার প্রেমিক আজ আসবে। শুনেই জেদ চেপে যায় আনোয়ারের। ঠিক তখনই  ফ্ল্যাটের নিচে একটি গাড়ি এসে থামে। জানালা দিয়ে রুমিনার প্রেমিককে গাড়ি থেকে নামতে দেখে হতভম্ব হয়ে যায় আনোয়ার ভূঁইয়া। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কে এই রুমিনার প্রেমিক, যাকে দেখে আনোয়ারের মতো প্রতাপশালী মানুষও অসহায় হয়ে পড়ে? কী চায় রুমিনা? যুবকটিই–বা কী চায়? আনোয়ার ভূঁইয়া এখন কী করবে?

রুমিনা চরিত্রে রোদসী সিদ্দিকা
পরিচালকের সৌজন্যে

কে কার জালে আটকা পড়েছে? কী হবে শেষ পর্যন্ত? স্বপ্ন, দ্বন্দ্ব আর ক্ষমতার রহস্যে ঘেরা এমন গল্পে নির্মিত নাটক ‘দৃশ্যজাল’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোদসী সিদ্দিকা, পাভেল জামান প্রমুখ। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাবুই। পরিচালনা করেছেন জামাল মল্লিক।

নাটকটি প্রসঙ্গে বাবুই বলেন, ‘রুপালি জগতের এমন গল্প আমরা প্রায়ই শুনতে পাই । তবে সত্যি-মিথ্যা প্রমাণসাপেক্ষ। এটিও তেমনই এক গল্প। যেখানে গ্ল্যামার দুনিয়ার খানিক অন্ধকার ও আলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
প্রচারিত হবে ১ মার্চ রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশন ও ‌‌মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে।