‘সবাইকে আজকে থেকে ক্ষমা করে দিলাম...’

ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, সেটা দর্শকদের সঙ্গে সবার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন দেশের অনেক তারকা। এসব ছবিতে জানা যায় তারকাদের দিনপঞ্জি, তাঁদের ভালো লাগার মুহূর্তসহ নানা অনুভূতি। ছবিতে তারকাদের সে রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।
১ / ১০
অভিনেত্রী মাহিয়া মাহির হঠাৎ কী হলো? তিনি ফেসবুকে লিখেছেন, ‘বছরকে বছর যাদের যাদের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা ছিল, রাগ ছিল, অভিমান ছিল, যারা আমাকে ঠকিয়ে ছিলা, আমার বিশ্বাস ভেঙ্গেছিলা, যাদেরকে আমৃত্যু ক্ষমা না করার পণ করেছিলাম, তাদের সবাইকে আজকে থেকে ক্ষমা করে দিলাম। আমার জন্য সবাই দোয়া কইরো, কেমন?’
ছবি: সংগৃহীত
২ / ১০
সম্প্রতি প্রসেনজিতের বাসায় আড্ডা দিতে গিয়েছিলেন চঞ্চল চৌধুরীরা। সেই আড্ডার একটি ছবি আজ পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘সবার সঙ্গে ছবি তোলা শেষে আমাকে বললেন, চল বাবু…. “মনের মানুষ” এ আমরা যেমন করে গানের সঙ্গে নাচতাম, সে রকম একটা ছবি তুলি...ইনিই বুম্বাদা।’ এক যুগ আগে তারা ‘মনের মানুষ’ সিনেমায় অভিনয় করেছিলেন। দিনটা যেন আবার ফিরে এল।
ছবি: সংগৃহীত
৩ / ১০
অভিনেতা ফারুক আহমেদ সতর্কতা করে লিখেছেন, ‘বিশ্ব ফুসফুস দিবসের স্লোগান—“ধূমপান বর্জন, দীর্ঘ জীবন অর্জন।” আসুন আমরা সতর্ক হই। ধূমপান থেকে দূরে থাকি। আমি ধূমপান করি না।’
ছবি: সংগৃহীত
৪ / ১০
চলছে শরৎ। এখন প্রস্তুতি নিচ্ছেন পূজার। ছবিটি পোস্ট করে মৌটুসি বিশ্বাস লিখেছেন, ‘মাঝে মাঝে ভয় লুকিয়ে যেমন হাসতে হয়, তেমনি কান্না লুকিয়েও হাসা যায়।’
ছবি: সংগৃহীত
৫ / ১০
‘গন্তব্য নয়, গন্তব্যে পৌঁছানোর পথটাই আনন্দ।’ লিখে ছবিটি পোস্ট করেছেন ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া মিম।
ছবি: সংগৃহীত
৬ / ১০
রাশেদ মামুন অপু ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যদি সত্যি সত্যিই একদিন নিরুদ্দেশ হই, নিরুদ্দেশ পরিবারগুলোর “কান্না” এখন থেকে কি ফেইক লাগবে কিছুটা? আর জাতির মনুষ্যত্বের ঝুড়িটা তো ফুঁটো হয়ে গেছে কবেই। থাকল কী আর? অথচ মেয়েটা কি সযত্নে “খেলাটা” খেলে দিল।’
ছবি: সংগৃহীত
৭ / ১০
ছবিটি পোস্ট করে চলচ্চিত্র অভিনেত্রী সালওয়া লিখেছেন, ‘তারা যেমন আকাশে, তেমনি শিশুরাও আমাদের পৃথিবীর কাছে।’
ছবি: সংগৃহীত
৮ / ১০
ইমতিয়াজ বর্ষণ লিখেছেন, ‘২৩ সেপ্টেম্বর থেকে বাংলা সিনেমার নতুন জোয়ারে যুক্ত হলো আরেকটি নাম। “অপারেশন সুন্দরবন”। পরিচালকসহ সব কলাকুশলীদের জন্য অনেক শুভ কামনা।’
ছবি: সংগৃহীত
৯ / ১০
নাটকের অভিনেত্রী শখ বেশ আগেই বিয়ে করেছেন। গত বছরই মা হয়েছেন। মেয়ের সঙ্গে ছবিটি পোস্ট করে দোয়া চাইলেন এই অভিনেত্রী।
ছবি: সংগৃহীত
১০ / ১০
‘অপারেশন সুন্দরবন’ ছবিতে মনোজ প্রামাণিকের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সামিনা বাশার। মনোজ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সাজু আর পাখিকে চেনেন?’—এটা তাঁদের চরিত্রের নাম।
ছবি: সংগৃহীত