কেউ নাটক প্রতি ৫০ হাজার, কেউ নিচ্ছেন লাখ টাকা– দেখে নিন কার কত পারিশ্রমিক

প্রায়ই শোনা যায়, তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিক বেশির কথা বললেও তারকারা বলছেন ভিন্ন কথা। তাঁদের বক্তব্য, মানসম্মত নাটকের দিকেই এখন তাঁদের মনোযোগ বেশি। তাই কাজের সংখ্যা কমিয়ে, কাজের মান বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা। আর এ কারণেই পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া কেউ কেউ বলছেন, যাঁর যেমন চাহিদা ও নাটকের ভিউ, তাঁর পারিশ্রমিক তেমন। পরিচালক ও প্রযোজক সূত্রে জেনে নেওয়া যাক, কার কত পারিশ্রমিক।
১ / ৮
অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত। তাঁর নাটকগুলোর চাহিদা রয়েছে। গত বছর প্রতি নাটকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ বছর তিনি আরও ২০ হাজার টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন। ছবি: সংগৃহীত
২ / ৮
সাফা কবির পারিশ্রমিক নেন ৬০ হাজার টাকা। বর্তমানে তিনি খুবই কম নাটকে অভিনয় করেন। এখন ঈদের নাটকে অভিনয় করছেন। ছবি: ফেসবুক থেকে
৩ / ৮
শ্যামল মাওলা নাটকের জন্য পারিশ্রমিক নেন ৫০ হাজার টাকা। ওটিটিতে তাঁর আলাদা কদর রয়েছে। সম্প্রতি ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন। ছবি: ফেসবুক থেকে
৪ / ৮
মিশু সাব্বির বর্তমানে ৭০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নেন। নির্মাতা কাজল আরেফিনের কাজগুলোয় তাঁকে বেশি দেখা যায়। ছবি: ফেসবুক থেকে
৫ / ৮
অভিনেতা খাইরুল বাসার নাটকপ্রতি পারিশ্রমিক নেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। বর্তমানে তাঁকে নাটকে কম দেখা যাচ্ছে। ছবি: ফেসবুক থেকে
৬ / ৮
অভিনেত্রী জান্নাতুল হিমি পারিশ্রমিক ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এখন ৪০ হাজার টাকা নেন। নিলয়ের সঙ্গে তাঁকে বেশি দেখা যায়। ছবি: ফেসবুক থেকে
৭ / ৮
সামিরা খান মাহি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন ৪০ থেকে ৫০ হাজার টাকা।
ছবি: ফেসবুক থেকে
৮ / ৮
তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের জন্য পারিশ্রমিক নেন ৩০ থেকে ৪০ হাজার টাকা।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
আরও পড়ুন