ফিরছেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
দুই বছর পর ঈদের নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এখন থেকে প্রতিবছরই কিছু নাটকে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। প্রথম সিনেমা মুক্তির মধ্য দিয়ে চলতি বছর বড় পর্দায় অভিষেক হতে পারে এই নায়িকার। নাটক, সিনেমাসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন

গত দুই বছর নাটক থেকে দূরে মেহজাবীন চৌধুরী। ঈদেও দেখা যায়নি তাঁর নতুন নাটক। অবশ্য মাঝে ‘অনন্যা’ নামে একটিমাত্র নাটকে অভিনয় করেছিলে তিনি। গত ১৬ ডিসেম্বর প্রচারের পর আলোচিত হয় নাটকটি। দুই বছর পর ঈদে নতুন নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। এ ব্যাপারে মেহজাবীন বলেন, ‘গত দুই বছর ঈদের নাটকে কাজ করা হচ্ছে না। যদিও গত দুই বছরে ঈদে পুরোনো কিছু নাটক চলেছে। তারপরও নতুন নাটকের জন্য দর্শকের অনেক অনুরোধ থাকে। এবার যদি ঠিকঠাক থাকে, তাহলে ঈদুল ফিতরে একটি নাটকে কাজ করার ইচ্ছা।’ তবে নাটকের নাম, সহশিল্পী ও পরিচালকের ব্যাপারে এখনই বিস্তারিত বলতে চাননি মেহজাবীন। বলেন, ‘নাটকটির গল্প, চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হতে পারে। কাজ শুরু হোক, বিস্তারিত জানাব।’

নাটকে আছেন, নাটকে নেই
২০২২ সালের শেষের দিকে এসে মেহজাবীন নাটক থেকে দূরে সরে যেতে থাকেন। ওটিটির কাজে মনোযোগ দেন। প্রায় দুই বছর পর আবারও নাটকে ফেরার আভাস দিয়েছেন তিনি। তবে নিয়মিত হওয়ার ব্যাপারটি গল্প, চরিত্র ও বাজেটের ওপর নির্ভর করছে।

মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

মেহজাবীন বলেন, ‘গল্প ও চরিত্রের কারণে সংখ্যা কম হতে পারে, অনিয়মিত হতে পারে; কিন্তু নাটক একেবারেই ছাড়ছি না। তবে এখনকার নাটকের গল্প, বাজেট নিয়ে নিয়মিত নাটক করা কঠিন। এখন বেশির ভাগই যেসব চিত্রনাট্য আসে পড়ে মনে হয়, আগে এই গল্প, এই চরিত্রে কাজ করে ফেলেছি। এতে দর্শক আশাহত হন।’

আরও পড়ুন

এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছি। সাড়ে চার শর বেশি নাটকে কাজ করেছি। নানা বৈচিত্র্যের গল্প, চরিত্রে অভিনয় করেছি। এখন ভালো গল্প, চরিত্র না পেলে কাজ করা মুশকিল। কারণ, আমার কাছ দর্শকের একটা প্রত্যাশা আছে, সেটিও মাথায় রাখতে হয়।’ তবে তাঁর কথা, নাটক একেবারেই ছাড়ছি না। করার মতো চিত্রনাট্য পেলে বছরে কিছু নাটকে কাজ হতেই পারে। যেমন গত বছর ‘অনন্যা’ নামে এ ধরনের একটি চিত্রনাট্যে কাজ করেছি।’ এই অভিনেত্রী মনে করেন, নাটকের মাধ্যমেই দ্রুত দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। বিষয়টিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘সারা দেশে সিনেমা হল কমেছে, ওটিটি এখনো গ্রামপর্যায়ে সেভাবে পৌঁছাইনি। এসব মাধ্যমের কনটেন্ট এখনো সব দর্শক দেখার সুযোগ পাচ্ছেন না। এসব কনটেন্ট দেখতে খরচও লাগে। সেই ক্ষেত্রে ইউটিউব ও ফেসবুকের কল্যাণে নাটক দ্রুতই বেশি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে।’ কিন্তু এই যে নাটক করছেন, আবার করছেন না, আপনার দর্শকেরা বঞ্চিত হচ্ছেন না? এ ব্যাপারে মেহজাবীনের বক্তব্য, ‘কম কাজ হলেও আশা করব ভালো কিছু উপহার দিয়েই সারা বছর দর্শকের মন ভালো রাখার।’

অনেক তারকার বেলায় হয়েছে, সারা বছর কাজের মাধ্যমে দর্শকের সঙ্গে সম্পর্ক না থাকলে, ভক্ত-দর্শক কমার আশঙ্কা থাকে। আপনার বেলায় সেই আশঙ্কা আছে কি না, এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘আমার দর্শক কমার আশঙ্কা নেই। ভালো গল্প পেলে কাজ করব। আমার বিশ্বাস, ভালো গল্পের সঙ্গে দর্শক ছিলেন, থাকবেন। সেটা বছরে একটি হোক, দুটি হোক কিংবা দুই বছরে একটি।’

মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

ওয়েবে আগ্রহ
গত দুই বছরে ওটিটির কাজে ব্যস্ত ছিলেন মেহজাবীন। ‘কাজলের দিনরাত্রী’, ‘রেডরাম’, ‘নীল জলের কাব্য’, ‘সাবরিনা’, দ্য সাইলেন্স’, ‘আমি কী তুমি’সহ ডজন খানেক ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তাহলে কি মেহজাবীন ওটিটি বা বড় পর্দায় বেশি আগ্রহী এখন, জানতে চাইলে এই তারকা বলেন, ‘গল্প ও বাজেটের কারণেই এসব মাধ্যমে কাজের আগ্রহ বেড়েছে। ধরেন, একটা ভিন্ন গল্প, ভিন্ন চরিত্রের চিত্রনাট্য হাতে এল। কাজটি করতে গেলে বাজেটের প্রয়োজন। নাটকে সেটি পোষাবে না। তখন সেটি সিনেমা বা ওটিটির জন্য তৈরি হচ্ছে।’

মেহজাবীন আরও বলেন, ‘ওটিটির গল্পে কাজ করে তৃপ্ত হওয়া যায়। বাজেট বেশি থাকে, এ জন্য গল্পের প্রয়োজনে শুটিংয়ের আগে-পরে বা শুটিংয়ের সময় কোনো কিছুই ছাড় দেওয়া হয় না। বাজেট বাঁচাতে তাড়াহুড়া থাকে না। এতে কাজটি ভালো হয়। আরেকটি ব্যাপার, ওটিটিতে সেন্সরশিপ না থাকার কারণে গল্প বলার স্বাধীনতা থাকে। এতে কাজটি দর্শকের কাছে বেশি প্রতিফলিত হয়। কিন্তু নাটকে সেটি সম্ভব?’  

সিনেমা এবং মেহজাবীন

গত বছরে ‘সাবা’ নামে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এটি এখন সেন্সরে জমার অপেক্ষায়। ছবিটি মুক্তির মধ্য দিয়ে চলতি বছরেই বড় পর্দায় অভিষেক হতে পারে এই অভিনেত্রীর। এ ব্যাপারে মেহজাবীন বলেন, ‘দুই-তিন বছর আগে থেকে সিনেমা করার প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো গল্প, চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি, করে ফেললাম।’

এখন থেকে নিয়মিত বড় পর্দায় পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে মেহজাবীনের উত্তর, ‘সিনেমাকে আলাদা করে ভাগ করতে চাই না। ভালো গল্প, ভালো চিত্রনাট্য পেলে আরও সিনেমা করব। সেটি বাণিজ্যিক বা ভিন্নধারার হোক না কেন।’