অভিনয়শিল্পী জাকিয়া বারী মম আর নাটক ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীনের প্রেমের বিয়ে টিকল না। জানা গেছে, দুজনের মধ্যে বোঝাপড়ার সমস্যার কারণে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন তাঁরা দুজন আলাদা ছিলেন। মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।

বিচ্ছেদের জন্য কেন ধন্যবাদ দিয়েছেন, জানতে চাইলে খুব বেশি কিছু না বলে শুধু এটুকু বলে চুপ হয়ে গেলেন মম, ‘তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। কারণ, তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তাঁর মঙ্গল কামনা করছি।’

দুই বছর আগে বিচ্ছেদের পর মম এখন ভালো আছেন বলেও জানালেন। বললেন, ‘আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি। দ্যাটস ইট।’

জাকিয়া বারী মম
ছবি-সংগৃহীত

গতকাল বিকেলে প্রথম আলোর অনলাইন সংস্করণে মম ও শিহাব শাহীনের বিচ্ছেদের খবরটি প্রকাশিত, মুহূর্তেই তা বিনোদন অঙ্গন–সম্পর্কিত বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

দুই বছর আগের বিচ্ছেদের খবর যেমন দুই বছর পর জানিয়েছেন মম ও শিহাব শাহীন, তেমনি নিজেদের বিয়ের খবরটিও প্রকাশ্যে এনেছিলেন বিয়ের ঠিক চার বছর পর। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। পরের বছর ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মম ও শিহাব শাহীন দুজনেই। তবে বিচ্ছেদের কারণ নিয়ে দুজনের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

নাটক ও চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন

মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’ এদিকে মম ও শিহাব শাহীনের বিচ্ছেদের খবরটি বেশ কিছুদিন ধরে বিনোদন অঙ্গনে চাউর। কিন্তু দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। আজ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তাঁরা। কথায় কথায় মম বললেন, ‘অনেকে জানে, আবার অনেকে জানে না। তাই অনেকে আমাকে জিগ্যেস করেন, কী অবস্থা আমাদের—আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

জাকিয়া বারী মম
ছবি : প্রথম আলো

গতকাল বুধবার দুপুরে শিহাব শাহীন প্রথম আলোকে বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ ‘শোনা যাচ্ছে, আপনি আবার বিয়ে করতে যাচ্ছেন’—এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, ‘কিছুদিন আগে আমার নতুন একটা কাজ “মায়াশালিক” রিলিজ হয়েছে। হয়তো কাজের বিষয়টা আড়াল করতে কেউ এটা ছড়াচ্ছে।’

আরও পড়ুন

২ বছর পর জানা গেল মম– শাহীনের বিচ্ছেদের খবর