‘এসব ফাঁদে পড়ে আমাদের মতো সহজ–সরল গৃহিণীরা বিপদে পড়ে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। কেউ প্রকাশ করেন কাজের খবর, কেউ ব্যক্তিগত মতামত। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, পূজা চেরীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
অভিনেতা ইরফান সাজ্জাদ মজার এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভুলে চাপ পড়ে পোস্ট হয়ে গেল, কেউ সিরিয়াসলি নেবেন না।’
ছবি: ফেসবুক
২ / ৪
অভিনেত্রী প্রসূন আজাদ অভিনয় না করলেও ফেসবুকে বেশির ভাগ সময় সক্রিয় থাকেন। এই অভিনেত্রী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার নিজের জামাইও কোনো দিন এত সুন্দর করে ডাকে নাই। এসব ফাঁদে পড়ে আমাদের মতো সহজ–সরল গৃহিণীরা বিপদে পড়ে।’
ছবি: ফেসবুক
৩ / ৪
ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরী অভিনীত ‘টগর’ সিনেমা। তাঁর সহ–অভিনেতা আদর আজাদ। এর পরিচালক অলোক হাসান। সেই সিনেমার প্রচারণায় ছবিটি পোস্ট করে মজা করে এই অভিনেত্রী লিখেছেন, ‘কইস না কাউরে, তোর আর আমার জন‍্য হাঁসের মাংস রান্না হচ্ছে। আদর আজাদ, শুটিং শেষ কর তাড়াতাড়ি। অলক হাসান, জলদি কাট বলেন।’
ছবি: ফেসবুক
৪ / ৪
তরুণ অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু অনেক সময় বডি শেমিংয়ের শিকার হতেন। এগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে চলছেন তিনি। ছবিটি পোস্ট করে সেন্টু লিখেছেন, ‘গায়ের রং, গায়ের পোশাক, মুখের ভাষা পরিবর্তন করে ভালো মানুষ হওয়া যায় না।’
ছবি: ফেসবুক