দীপ্ত টিভিতে শুরু হয়েছে ‘দেনাপাওনা’

‘দেনাপাওনা’ নাটকের দৃশ্যদীপ্ত টিভি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রেরণা নিয়ে শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনাপাওনা’। একঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। আজ শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি।

দীপ্ত টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও নাটকটি দেখা যাবে। ‘দেনাপাওনা’–এর গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে শিক্ষিত, মার্জিত তরুণী পারমিতা। দুজনেই চায় তাদের নিখাদ প্রেমের আনুষ্ঠানিক পরিণতি। বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু দুই পরিবারের আর্থসামাজিক দূরত্ব অনেক। এ বিভেদ ইরফান-পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম ও আত্মসম্মান এ সবকিছুর মোকাবিলা করতে গিয়ে কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে আবার কোন ছদ্মরূপে ফিরে আসে যৌতুক প্রথা?

শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি

এসব প্রশ্নের উত্তর নিয়ে এসেছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনাপাওনা’। এ প্রসঙ্গে ‘দেনাপাওনা’ ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির বলেন, ‘দীপ্ত টেলিভিশন সব সময় মানসম্পন্ন নাটক নির্মাণ করে আসছে। “দেনাপাওনা”–তেও আমরা সে মানকে অক্ষুণ্ন রেখে দর্শককে ভালো একটি গল্প বলতে চাই। আশা করি, “দেনাপাওনা” দর্শকপ্রিয় হবে।’

‘দেনাপাওনা’ ধারাবাহিকে নাজনীন হাসান ও মনির খান শিমুল
দীপ্ত

এ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। গোলাম মুক্তাদিরের পরিচালনায় এ নাটকে দেখা যাবে কয়েকজন নতুন শিল্পীকে, তাঁদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন।
‘দেনাপাওনা’র চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান ও আফিফা মোহসিনা। সংলাপ লিখেছেন অলভী সরকার।