শিল্পী সংঘের টানা তিনবারের বিজয়ী নাসিম ‘চেয়ার’ প্রসঙ্গে যা লিখেছেন

অভিনেতা আহসান হাবীব নাসিম। ছবি: ফেসবুক

অভিনয়শিল্পী সংঘের টানা তিনবারের নির্বাচিত নেতা ছিলেন অভিনেতা আহসান হাবীব নাসিম। দীর্ঘ এই সময়ে তিনি সংগঠনের সদস্যদের জন্য কাজ করেছেন। এ প্রসঙ্গে লিখেছেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত অভিনয়শিল্পী সংঘে পরপর দুবার সাধারণ সম্পাদক এবং একবার সভাপতি নির্বাচিত হয়ে সব শিল্পীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করেছি।’

নাসিম জানান, তিনি ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়শিল্পীদের এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার আগেও তিনি নানাভাবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী এই সভাপতি জানান, দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করেছেন শিল্পী থেকে শুরু করে সব কলাকুশলীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে।

অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবীব নাসিম
ছবি: ফেসবুক

নাসিম লিখেছেন, ‘অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, লাইট গ্রাফার, মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন বয়-ম্যানেজার, বিনোদন সাংবাদিকসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে একটি সুস্থ–সুন্দর শুটিং পরিবেশ তৈরি করেছি আমরা। এ ছাড়া আমরা শিল্পীর নিরাপত্তা, সামাজিক মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু সফলতা অর্জন করেছি।’

দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেমন সফলতা এসেছে, তেমনি কখনো নিজেরাও ভুল করেছেন। সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘কিছু ক্ষেত্রে যে ভুলত্রুটি হয়েছে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।’

আহসান হাবীব নাসিম
ছবি: ফেসবুক

প্রথম দুবার পরপর সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন। সর্বশেষ তিনি দায়িত্ব পালন করেন সভাপতি হিসেবে। তবে এবার শুরু থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। নির্বাচনে অংশ না নেওয়ার কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘খুব সচেতন থেকেছি, যাতে পদের চেয়ার মুখ্য হয়ে না ওঠে, তাই এবার নির্বাচন থেকে বিরত থেকেছি। এই দীর্ঘ কর্মযাত্রায় সহযোগিতার জন্য সব শিল্পী, অভিনয়সংশ্লিষ্ট সব সংগঠন ও বিনোদন সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনটি নির্বাহী কমিটির সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

অভিনয়শিল্পী সংঘের তিন বছর মেয়াদের নির্বাচনের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু
কোলাজ

গতকাল শনিবার শেষ হয়েছে অভিনয়শিল্পী সংঘের তিন বছর মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। নির্বাচনে ২১ পদে জয়ীদের উদ্দেশে নাসিম লিখেছেন, ‘২০২৫–এর নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করেছেন, সবার প্রতি ভালোবাসা। যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের অভিনন্দন। নতুন উদ্যমে এগিয়ে যাক অভিনয়শিল্পীদের ভরসার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।’

আরও পড়ুন