তারা তখনই তোমাকে গুরুত্ব দেবে, যখন তারাও একা থাকবে...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
চঞ্চল চৌধুরী যেন এখন উড়ছেন। এই দেশে এই বিদেশে। কখনো কাজে, কখনো প্রচারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অংশ নিয়েছিলেন ‘পদাতিক’ সিনেমা নিয়ে। দেশে ফিরছেন। ফেসবুক লিখেছেন, ‘যাওয়া এবং আসা, লন্ডনের “পদাতিক” যাত্রা সমাপ্ত হলো। তারপর ঘরে ফেরা। প্রাণের ঢাকা, প্রাণের বাংলাদেশ।’
ছবি: ফেসবুক
২ / ৫
ভ্রমণের শখ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সুযোগ পেলেই চলে যান ঘুরতে। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দূরের কোনো জায়গা আমাকে ডাকছে।’ কোথায় যাচ্ছেন সেটা লেখেননি।
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৩ / ৫
তৌসিফ মাহবুবের ভালো লাগা কাজের মধ্যে একটি ‘উড়াল পাখি’। সেই নাটকের দৃশ্যগুলোর স্ক্রিনশর্ট ফেসবুক ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘কিছু মানুষ জীবনে শুধু মুহূর্তের সঙ্গী হতে আসে, জীবনসঙ্গী হতে আসে না!’
ছবি: ফেসবুক
৪ / ৫
গভীর রাতে ফেসবুকে পোস্ট করেছেন দীপা খন্দকার। তিনি লিখেছেন, ‘যখন তুমি একা থাকবে, তখন কেউ তোমাকে কেয়ার করবে না। তারা তখনই তোমাকে গুরুত্ব দেবে, যখন তারাও একা থাকবে। শুভরাত্রি।
ছবি: ফেসবুক
৫ / ৫
চার বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গতকাল ছিল সেই বিশেষ দিন। দিনটি স্মরণ করে গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, ‘চার বছর আগে ঠিক আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে আমার কাছে সেই অসম্ভব আনন্দের ফোনকলটি এসেছিল। সব ছাড়িয়ে কেন যেন দু–তিন দিন ধরে ফোন, ফেসবুকজুড়ে আমাকে শুভেচ্ছা জানানোর ঢল ছিল। পুরস্কারপ্রাপ্তির দিনেও একই চিত্র ছিল। দিন শেষে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু আর হয় না।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন