এ অন্য রকম অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত


রোমান্টিক কোনো গল্পে সবার আগে আসে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নাম। সেই অভিনেতাকে এবার দেখা গেল ‘মারমুখী’। খোঁচা খোঁচা দাড়ি। বড় চুল। চোখে কখনো চশমা, কখনো চশমা ছাড়া। একের পর এক গুন্ডাদের সঙ্গে লড়ছেন। এভাবেই আজ ‘ডার্ক জাস্টিস’ টেলিছবির ট্রেলারে দেখা দিলেন এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা।

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত

অন্ধকার জগতের গল্প নিয়ে থ্রিলার সিনেমা ‘ডার্ক জাস্টিস’। ট্রেলার দেখে গল্প নিয়ে ধারণা করা যায়, প্রভাবশালী এক ব্যক্তি খুনের মামলায় জড়িয়ে যায়। কিন্তু কেউ ভয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় না। তাহলে কি অভিযোগকারীরা ন্যায়বিচার পাবে না। খুন, ধর্ষণ ও ন্যায়বিচারের গল্প নিয়ে এগিয়ে চলে ডার্ক জাস্টিস। পাশাপাশি মামলার রায় হয়ে ওঠে গল্পে মুখ্য। অন্ধকার জগতের এই গল্পে বিচারকের ভূমিকায় দেখা যাবে অপূর্বকে। তার মুখে সংলাপ, ‘আমি মামলা করি না, রায় দিই’ প্রশংসিত হয়েছে।

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত

ভিন্নভাবে ট্রেলারে দেখা গেলেও এখনো চরিত্র নিয়ে কোনো কথা বলতে চান না অপূর্ব। তিনি বলেন, ‘আমি একজন বিচারকের ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটি সম্পূর্ণ ফিকশন। এর সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাবে না। সেটা খুঁজলে বোকামি হবে। শুধু এটাই বলব, বড় বাজেটের এই কাজ নিয়ে দর্শকেরা আনন্দ পাবে, এটি নিশ্চিতভাবে বলব। এর আগে ট্রিজার পোস্টারে ব্যাপক সাড়া পেয়েছি। ট্রেলার ও লুক প্রশংসা করবে সবাই।’

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

আকবর হায়দার মুন্নার লেখা গল্পে নতুন এই টেলিছবির সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পরিচালক তপু খান ও দেলোয়ার হোসেন দিল। পরিচালক জানান, টেলিছবিটি আগামী ২০ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পাবে।

এখানে আরও অভিনয় করেছেন, রাশেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মনিরা মিঠু, জয়রাজ, শাহেদ আলী সুজন, সায়লা সাবি, অনিন্দিতা মিমি প্রমুখ।