গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং—যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। তারকাদের ফেসবুকের পাতা থেকে দেখুন তেমন কিছু ছবি
১ / ১০
রুনা লায়লার সঙ্গে ছবিটি পোস্ট করে এফ এস নাঈম লিখেছেন, ‘ম্যাডাম, আপনার আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা।’
ছবি: সংগৃহীত
২ / ১০
নতুন জুটি নিয়ে শুরু হচ্ছে চরকির ফিল্ম ‘উনিশ-২০ ’। শুভ ও বিন্দু জুটির ছবি পোস্ট করে পরিচালক মিজানুর রহমান আরিয়ান লিখেছেন, ‘এখানে আমার মন খারাপের পাশে নীরবে কোনো একদিন তুমি বসে কি রবে?’
ছবি: সংগৃহীত
৩ / ১০
এর আগে গাজীপুর কনসার্টে গিয়ে কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছিলেন গায়িকা সালমা। মনমতো গান গাইতে পারছিলেন না। এবার চট্টগ্রামে গান গাওয়া শেষে লিখলেন, ‘কী দারুণ অনুষ্ঠান করলাম মীরসরাই। অসাধারণ শ্রোতা, গান করে মন ভালো হয়ে গেছে।’
ছবি: সংগৃহীত
৪ / ১০
এক দিন আগের বিজরী বরকতউল্লাহ একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্ট আরেক অভিনেত্রী অপি করিম শেয়ার করেছেন। সেই পোস্টে বিজরী লিখেছেন, ‘মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই! শয়তানও কিন্তু মেধাবী ছিল! ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত!’
ছবি: সংগৃহীত
৫ / ১০
মাহিয়া মাহি লিখেছেন, ‘আমি অনন্তকালের জন্য তোমাকে চাইব ঠিক মৃত্যু অবধি। ক্ষণস্থায়ী সুখপাখির পিছে দৌড়ে আমরা সবাই বড় ক্লান্ত, একটা ঠিকানা দরকার। বুড়ো বয়সে সুখের চেয়ে শান্তিটাই আসল, কি বলো?’
ছবি: সংগৃহীত
৬ / ১০
‘কালো ছাড়া অন্য পোশাকে এতটা গভীরতা নেই।’ লিখেছেন অভিনেত্রী সাফা কবির।
ছবি: সংগৃহীত
৭ / ১০
অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘যতটা জীবন দুটো হাতে ধরে।’
ছবি: সংগৃহীত
৮ / ১০
ছবিটি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমার পছন্দের কর্নারটি খুঁজে পেয়েছি।’
ছবি: সংগৃহীত
৯ / ১০
অভিনেত্রী জান্নাতুল হিমি লিখেছেন, ‘এখন বিয়েশাদির সিজন।’ ভক্তদের প্রশ্ন, ‘আপনার কি বিয়ে?’ যে প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত
১০ / ১০
হঠাৎ মেহজাবীন চৌধুরী লিখলেন, ‘এভাবে আর কত দিন চুপ থাকব আমি?’
ছবি: সংগৃহীত