হঠাৎ জোভানকে নিয়ে কেন হাসাহাসি করছেন দর্শকেরা
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ঈদের সিনেমার গান, ট্রেলার, টিজার। ঠিক সেই সময়েই শাকিব খান, সাবিলা, শরীফুল রাজ, শুভ, পূজা, ফারিণদের ভিড়ে ফেসবুকে জনপ্রিয় (পপুলার নাও) হলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিন দিন ধরে এই অভিনেতা ট্রলের শিকার হচ্ছেন। তাঁকে নিয়ে কী লিখছেন নেটিজেনরা?
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আশিকি’ নামের একটি নাটক। এটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। সেই নাটকে জোভানকে দেখা যাবে গায়কের ভূমিকায়। প্রচারণায় নাটকের ফার্স্ট লুকে জোভানকে দেখা যায় কান্নাজড়িত কণ্ঠে ‘ওরে মন ওরে মন, এ কেমন প্রেমেরই দহন?’ শিরোনামে একটি গান গাইতে। কান্না জড়িত কণ্ঠে সেই গাইতে দেখা যায় এই অভিনেতাকে। সেই গান গাওয়ার ভঙ্গি ঘিরেই নেটিজেনরা তাঁর সমালোচনায় মত্ত। অনেকে ট্রল করলেও কেউ তাঁর পাশে রয়েছেন।
ফাহমিদা এলা নামের এক জোভান ভক্ত লিখেছেন, ‘আপনার অভিনয় ভালো লাগে ভাইয়া। আপনার কাজ আমার খুব পছন্দের। তবে এটা কী করলেন! ব্যাপার না। সব কাজেই নিজেকে যথাযথভাবে মানিয়ে নেওয়া যায় না। এ ধরনের ক্যারেক্টার আপনার সঙ্গে যায় না। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। হতাশ হবেন না, শিক্ষা নেবেন। অনেক শুভকামনা।’
নাট্যপরিচালক সাজিন আহমেদ মজা করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অনেক গায়ক অভিনয় পারে না, তবু অভিনয় করে। আমরাও গান গেয়ে সেটার প্রতিশোধ নিলাম। এত রিয়েক্ট করার কী হলো, বুঝলাম না। প্রতিশোধ কেমন হয়েছে, সেইটা বলেন।’
গত মঙ্গলবার ফেসবুক প্রকাশ পায় নাটকের এই প্রমো। নাটকের গল্পে বোঝা যায়, প্রেমে ব্যর্থ হয়ে গায়ক হয়েছে জোভান অভিনীত চরিত্রটি। যে কারণে অনেকেই মনে করছেন, রণবীর কাপুরের অভিনয়কে অনুসরণ করার চেষ্টা করেছেন জোভান। তবে সেই চেষ্টা নিয়ে কেউ পরামর্শও দিচ্ছেন জোভানকে। তন্নি হোসেন নামে একজন মন্তব্য করেছেন, ‘এত এক্সপ্রেশন না দিয়ে হালকা করে চোখ বন্ধ করে একটু এক্সপ্রেশন দিলেই হতো, বেশি ভাইরাল আশা করছেন, তবে ভাইরাল হয়েছেন অভিনয় জন্য না, হাসির পাত্র হিসেবে।’
গানে জোভান চরিত্রের অভিনয় নিয়েও অনেকেই মন্তব্য করছেন। কেউ বলছেন কোনো গায়ক কখনোই এভাবে গান করেন না। সেখানে ওভার অ্যাক্টিং করেছেন জোভান। এনি গুপ্ত নামে একজন লিখেছেন, ‘ভাই সমস্যা শুধু ওভার অ্যাক্টিং না, সমস্যা শুটিংয়ের সেটআপেও আছে। সেটটা পুরাই একটা বানানো নাটকের মতো লাগছে।। বিদেশি সিনেমাগুলোতে সেটা অনেক সুন্দর হয়, রিয়েলিস্টিক হয়। আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু এই সেট দেখে ফেক মনে হচ্ছে, ২-৪ জন মানুষকে নিয়ে কনসার্ট করে?’
তিন দিন ধরেই জোভানকে নিয়ে ট্রল হচ্ছে। এ মধ্যেই আরেক অভিনেতা তৌসিফ মাহবুব নিজের গায়ক চরিত্রের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাকে নিয়ে ট্রল করেন, আপনিই রসিকতার পাত্র হবেন।’ তৌসিফ এই পোস্টে বন্ধুর পাশে দাঁড়ালেও অনেকেই তুলনা করেছেন জোভানের সঙ্গে। ইসরাত জাহান নামে একজন পোস্টটিতে মন্তব্যে লিখেছেন, ‘আপনার ট্রল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আপনার বন্ধুরটা (জোভান) টা দেখুন, ২-৩ বার দেখলে আপনার নিজেরও হাসি পাবে!’
‘আশিকি’ নাটকটি সিএমভিতে প্রচার হবে। নাটকে জোভানের সহশিল্পী নাজনীন নীহা।