প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়...
বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শাকিলা পারভীন। গতকাল ঢাকায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তাঁর বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন। শাকিলা জানান, গতকাল তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ায় কথা ছিল। পরে হঠাৎ করেই দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
শাকিলা বলেন, ‘আমাদের নিজেদের ভালো লাগা ছিল। সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবার আমাদের সম্পর্কে জানত। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন–তারিখ নিয়ে। এনগেজমেন্টের কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকেই জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি।’
বন্ধুদের মাধ্যমেই ৮ বছর আগে তাঁদের পরিচয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে এটাকে প্রেম বলতে চান না। শাকিলা বলেন, ‘আমাদের প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়, ভালো লাগা থেকেই বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই দুজন দুই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আরবিন আমাকে বোঝে, সে আমার অভিনীত কাজগুলো পছন্দ করে, ভুল করলে সমালোচনা করে। পরে মনে হয়েছে, তাকে বিয়ে করা যায়। পরিবার থেকেই সিদ্ধান্ত হয়েছে বিয়ের বিষয়ে।’
মিউজিক ভিডিও দিয়ে ২০১৮ সালে মিডিয়ায় জগতে পা রাখেন এই অভিনেত্রী। পরের বছর থেকে নাটকে কাজ করতে থাকেন। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
‘বিয়ে বাড়ীর রং ঢং’, ‘আজ তামিমের বিয়ে’, ‘নানি বাড়ির স্মৃতি’সহ বেশ কিছু নাটক তাঁকে পরিচিতি এনে দিয়েছে। শাকিলা ‘তোর মন পাড়ায়’ মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। গানটির ভিউ ১৬০ মিলিয়ন। ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’, ‘গুল্লি’ সহ বেশ কিছু গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
‘আমার ক্যারিয়ারের ভালো কাজগুলো এখন করার সুযোগ পাচ্ছি। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করেছি। আরও বেশ কিছু কাজ আসবে। এর মধ্যেই আমি ক্যারিয়ার এগিয়ে নিতে চাই। আমার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি চাইছিলেন বিয়ে দেখে যেতে, যে কারণে আমাদের তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’