‘মুসা’র গল্প অপরাধজগতের

অপরাধজগতের নানা ঘটনা তুলে ধরা হয়েছে ‘মুসা’ ধারাবাহিকে
ছবি: সংগৃহীত

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সাম্প্রতিক সময়ে তেমন কোনো ধারাবাহিক নাটক নেই। কিছু এক ঘণ্টার নাটক থাকলেও অল্প সময়ের মধ্যে পুরো আন্ডারওয়ার্ল্ডের ঘটনা তুলে ধরা সম্ভব হয় না। সেই ভাবনা থেকেই দর্শকদের বিনোদন দিতে এবার অপরাধজগতের নানা ঘটনা তুলে ধরা হয়েছে ‘মুসা’ ধারাবাহিকে। নাটকটি আজ থেকে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ‘মুসা’ নাটকটি
ছবি: সংগৃহীত

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ‘মুসা’ নাটকের গল্পে উঠে এসেছে মাদক পাচার, খুন, এলাকার নিয়ন্ত্রণসহ ঢাকার নানা চিত্র। গল্পে মুসা চরিত্রে নামভূমিকায় অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ দোদুল। তিনি বলেন, ‘ঢাকা শহরে প্রতিনিয়ত মাদক, খুন, এলাকার নিয়ন্ত্রণ ও পক্ষ-বিপক্ষের বিবাদসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এসবের মূলে সবাই ক্ষমতা চায়। ক্ষমতার লোভে রক্তের সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকে না। স্বার্থের জন্য ছিন্ন হয়ে যায় সম্পর্ক। সেই গল্পটাই একজন “মুসা”র মধ্য দিয়ে তুলে ধরেছি।’

নাটকটির ‘মুসা’ চরিত্রের অভিনেতা হুরায়রা তানভীর
ছবি: সংগৃহীত

নাটকটির ‘মুসা’ চরিত্রের অভিনেতা হুরায়রা তানভীর বলেন, ‘“মুসা” চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে তিন লটের শুটিং করে অনেক মজা পেয়েছি। গল্পের “মুসা” নামের চরিত্রটি সব অনিয়ম রুখতে গিয়ে নিজেই পরিণত হয় গ্যাংস্টারে। শুরু হয় রাজধানী দখলের খেলা। এই ক্ষমতার খেলায় কেউ হারতে চায় না। এর মধ্যেই নানা উত্থান-পতনের ক্ল্যাইমেক্সের গল্পটি এগিয়ে যায়। আশা করছি নাটকটি দর্শক পছন্দ করবেন।’

নাটকের একটি দৃশ্যে শামীমা নাজনীন
ছবি: সংগৃহীত

নির্মাতা জানান, মঙ্গল থেকে বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, নাইরুজ সিফাত, জেবা জান্নাত, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, হান্নান শেলী, আইরিন ইরানী, রুশো শেখ, তানহা নোফা, ববিতা ইসলাম আফিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা।