পুনর্জন্মের শেষ পর্ব কবে?

'পুনর্জন্ম' নাটকের অভিনয়শিল্পী (বাম থেকে) মেহজাবীন, আফরান নিশো, নওশাবা ও পরিচালক ভিকি জাহেদ

'পুনর্জন্ম ৩' মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা। তৃতীয় পর্বের জন্য এক বছর ধরে অপেক্ষায় ছিলেন দর্শক। শেষ পর্বের জন্য কত দিন অপেক্ষা করতে হবে? এ প্রশ্নের জবাবে নির্মাতা ভিকি জাহেদ জানান, তিন–চার মাসের মধ্যেই শেষ পর্ব মুক্তি দেওয়া হবে। ভিকি বলেন, গল্প ও চিত্রনাট্য প্রস্তুত আছে। শুধু শুটিংটা করতে হবে।

চ্যানেল আইয়ে প্রচারের পর চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয় রোববার। নাটকটি একসঙ্গে ৬০ হাজারের মতো দর্শক দেখেছেন। ২২ ঘণ্টার ব্যবধানে ১৭ লাখ ভিউ, বাংলাদেশ থেকে ইউটিউবের ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে।

মেহজাবীন ও নিশো। ফাইল ছবি

মাহমুদ হাসান নামের এক দর্শক ফেসবুকে লিখেছেন, 'আমার দেখা বাংলাদেশের সেরা থ্রিলার নাটক। একটা সাধারণ থ্রিলার থেকে শুরু হয়ে এতটা অসাধারণ হয়ে ওঠা, সিরিজে রূপান্তরিত হওয়া, প্রিকুয়েল বানানো, ইউনিভার্স তৈরি করা এককথায় অসাধারণ। সব থেকে বড় কথা, গল্পটা এতদূর এগোনোর পরও জট পাকিয়ে যায়নি; বরং গল্প যত এগিয়েছে তত বেশি এক্সাইটমেন্ট বেড়েছে, থ্রিলিং লেগেছে, একটুও বোরিং লাগেনি।'

মাহবুবা শারমিন নামের আরেকজন লিখেছেন, 'এক নিশ্বাসে দেখে উঠছি, কী টুইস্ট রে ভাই। আন্দাজ করতে পারি নাই যে অন্যদিকেও তাকাতে ভুলে যাব নাটক দেখার সময়। প্রতিটি সিকোয়েন্স ধরে রাখবে আপনাকে, সমস্যা একটাই যে আগেরগুলো না দেখলে মজাটা ধরা যাবে না।'

মেহজাবীন ও নিশো

প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করছেন। শাকিল মুবীন নামের এক দর্শক লিখেছেন, 'অতি প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম। প্রথম দুই পর্ব জমজমাট হলেও তৃতীয় কিস্তি জমল না। আগের পর্বে যে চরিত্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সেগুলো এই পর্বে এসে গভীরতা হারিয়েছে। কোনো চরিত্রই বিশেষ হয়ে উঠল না।'

গত বছর জুলাইয়ে চ্যানেল আইয়ের উদ্যোগে পুনর্জন্ম নির্মাণ করেন ভিকি জাহেদ। একই বছর পুনর্জন্ম ২ নিয়ে আসেন তিনি। চলতি বছর চরকিতে একই সিরিজের শুক্লপক্ষ নির্মাণ করেন ভিকি। এবার নিয়ে এলেন পুনর্জন্ম ৩। নাটকে রাফসান হক চরিত্রে অভিনয় করে আলোচিত হন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। আরও আছেন মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু।