রোমান্টিক ছবি দিয়ে গানের প্রচার নায়ক–নায়িকার, ভক্তদের সঙ্গে সুখবর শেয়ার করলেন পূর্ণিমা

ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, সেটা দর্শকদের সঙ্গে সবার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন দেশের অনেক তারকা। এসব ছবিতে জানা যায় তারকাদের দিনপঞ্জি, তাঁদের ভালো লাগার মুহূর্তসহ নানা অনুভূতি। ছবিতে তারকাদের সে রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।
১ / ১০
সব দিক থেকেই সুসময় পার করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিয়ের পর হানিমুন শেষে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ফেসবুকেও তাঁর অনুসারী প্রায় কোটির দ্বারপ্রান্তে। এদিকে আজ নতুন সুখবর দিলেন। ছবিটি পোস্ট করে তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ইনস্টাগ্রামে আমার অনুসারী তিন মিলিয়ন। সবাইকে ধন্যবাদ।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ১০
রোমান্টিক ছবি দিয়ে রোমান্টিক গানের প্রচারে সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। ছবিটি পোস্ট করে সিয়াম লিখেছেন, এ বছর সেরা একটি রোমান্টিক গান হতে যাচ্ছে, এটি। ‘অপারেশন সুন্দরবন’ ছবির গানটি ১৯ সেপ্টেম্বর আসছে। ছবিটি ২৩ তারিখ মুক্তি পাবে।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ১০
সম্প্রতি ভারতের কাশ্মীর থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা। ছবিতে সেই খবর জানিয়েছিলেন। এবার দেশে ব্যতিক্রমী লুকে ধরা দিলেন। ছবিটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ করে লিখলেন, ‘কোনো পোজ ছাড়াও ভালো ছবি হয়।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ১০
‘সমুদ্র দেখি তোমার চোখে।’ কাকে উদ্দেশ্য করে লিখে ছবিটি পোস্ট করেছেন চিত্রনায়িকা তমা মির্জা?
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ১০
নীল আকাশ ভীষণ পছন্দ অভিনেতা তৌসিফের। তাই পছন্দের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নীলের সঙ্গে মিশে গেছি।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ১০
বর্তমান নতুন সিনেমার শুটিংয়ে ভারতে অবস্থান করছেন মোশাররফ করিম। সেখান থেকে ছবিটি পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘বাইরে সুনীল আকাশ আর তুলট মেঘ; কী সুন্দর! সেসব বাদ দিয়ে নিজের ছবিটাই দিলাম! কী আর করা-আত্মপ্রেম।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৭ / ১০
গত মার্চে মুক্তি পেয়েছিল সংগীতশিল্পী কোনালের ‘বসন্ত চলে যায়’ শিরোনামে গানটি। দীর্ঘদিন পর আবার গানটির প্রচারণায় ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন গানটির চার লাইন। ‘বানভাসানী জলের ধারায়/ বর্ষা দেবী পাতাল ভেজায়/ সাদা তুলো মেঘের ভেলায়/ শরৎ এসে নিল যে বিদায়’।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৮ / ১০
মায়ের জন্মদিনে ছবিটি পোস্ট করে শবনম ফারিয়া লিখেছেন, আম্মার আজ জন্মদিন।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৯ / ১০
কণ্ঠশিল্পী লিজা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পড়ন্ত বিকেল, মিষ্টি বাতাস।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
১০ / ১০
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লারা লোটাস লিখেছেন, ‘প্রতিটি মানুষের জীবনে আলাদা আলাদা গল্প আছে। সেই মানুষটির সঙ্গেই থাকতে চাই, যে আমার ভেতর লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেবে, যেগুলো হয়তো আমি নিজেই খুঁজে পাইনি।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত