এটাই ক্যারিয়ারের ব্যস্ততম ঈদ

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। ঈদের কাজ ও পরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’

প্রথম আলো:

ঈদে কী কী কাজ করেছেন?

নওবা তাহিয়া: ঈদ সামনে রেখে অনেকগুলো কাজ করেছিলাম। এর মধ্যে এনটিভি, আরটিভির জন্য কাজ করেছি। সঙ্গে ইউটিউব চ্যানেলের জন্যও করেছি। শুটিং এখনো শেষ হয়নি, চাঁদরাত পর্যন্ত শুটিং হবে। এটাই আমার ক্যারিয়ারে ব্যস্ততম ঈদ। অভিনয় শুরুর পর এর আগেও একবার ঈদ পালন করেছি। তবে এতটা ব্যস্ততা ছিল না। এবার যেমন সিরিয়াস গল্প করেছি, তেমনি রোমান্টিক কমেডি, মেলো ড্রামাও করেছি। দেখা যাক, কী হয়।

প্রথম আলো:

আপনার বেশির ভাগ কাজ নাটক কেন?

নওবা তাহিয়া: আমার মনে হয়, দর্শকেরা আমাকে নাটকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার নাটকের প্রতিক্রিয়াও ভালো পাই। নাটক করতে ভালো লাগে। আমি ছোটবেলায় হুমায়ূন আহমেদের প্রচুর নাটক দেখেছি; মাহফুজ আহমেদ ভাইয়া, অপি করিম আপুদের নাটক অনেক দেখেছি। আমার মনে হয়, নাটকে কাজ নিয়ে অনেক নিরীক্ষা করা যায়। একেকটা কাজে একেক চরিত্রে আসা হয়। নাটক দারুণ একটি মাধ্যম। এর ফলে নাটকের কাজই বেশি করা হয়।

নওবা তাহিয়া
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

পার্শ্বচরিত্রে কাজ শুরুর পর এখন মূল চরিত্রে কাজ করছেন। পথচলাটা কেমন ছিল?

নওবা তাহিয়া: অভিনয়ে আমার কোনো ভীতি ছিল না। আরিয়ান (মিজানুর রহমান) ভাইয়ের ‘পুনর্মিলনে’তে কাজ করি। সেইটা দর্শকের মধ্যে এতটা দাগ কাটবে, কখনো ভাবিনি। আমার পথচলাটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি এখনো সংগ্রাম করছি, নিজের উন্নতি করার চেষ্টা করছি। অভিনয় তো অভিনয়ই, এখানে মূল চরিত্র কিংবা পার্শ্বচরিত্র বলে কিছু নেই। তবে লিড চরিত্র পেয়েছি, তখন এটা উপভোগ করি।

প্রথম আলো:

কোন কাজটা আপনার ক্যারিয়ারের বাঁকবদল ঘটাল?

নওবা তাহিয়া: আমি জানি না, ক্যারিয়ারে কতটুকু উন্নতি করতে পেরেছি। আমি চেষ্টা করে যাচ্ছি।

প্রথম আলো:

ওটিটি দিয়ে পরিচিতি পেয়েছেন। তবে ওটিটিতে খুব একটা দেখা যায় না আপনাকে?

নওবা তাহিয়া: হ্যাঁ, ওটিটি দিয়ে আমি পরিচিতি পেয়েছি। তবে ওটিটি থেকে খুব একটা কাজ এসেছে, তেমন নয়। মাঝে একটা কাজ এসেছিল, তবে ব্যাটে–বলে মেলেনি। আমি ওটিটিতেও কাজ করতে চাই। আমি ওটিটির ফ্যান।

নওবা তাহিয়া
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

এবার ঈদের পরিকল্পনা কী?

নওবা তাহিয়া: প্রতিবারের মতো এবারও ঢাকায় ঈদ। দাদা–দাদি, মা–বাবাসহ পরিবারের সদস্য ও বন্ধুরা ঢাকায় থাকেন। সবার সঙ্গে ঈদ কাটাচ্ছি। এবার ঈদে আমার অনেকগুলো কাজ আসছে, সেটা একধরনের চাপও আছে। আমার ঈদের সকাল শুরু হয় মায়ের হাতের লাচ্ছা সেমাই দিয়ে আর রাতটা শেষ হয় খুশির ঘুম দিয়ে।

প্রথম আলো:

ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী?

নওবা তাহিয়া: আমি এখনো পড়াশোনা করছি, সঙ্গে অভিনয়ে ক্যারিয়ার গড়ছি। দুটি একসঙ্গে ভারসাম্য করা কঠিন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। পড়াশোনাটা ঠিক রেখে যতটুকু অভিনয়ে মন দেওয়া যায়, সেটা চেষ্টা করি। ভালো কাজ করতে চাই। দর্শকের ভালোবাসা পেতে চাই।

আরও পড়ুন