‘জুতা লাগবে জুতা? কুমিরের চামড়ার জুতা?’

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন দেশের সাম্প্রতিক ঘটনা ও নানা অভিজ্ঞতার কথা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা...
১ / ৩
ব্যবসাসফল ‘তুফান’ এবার মুক্তি পেল চরকি ও হইচইয়ে। শাকিব খান সেই খবর ভাগাভাগি করে লিখেছেন, ‘গ্লোবাল ব্লকবাস্টার তুফান চলে এসেছে চরকি ও হইচইতে।’
ছবি: ফেসবুক
২ / ৩
পরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খিজির হায়াত খান আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি প্রসঙ্গে লিখেছেন, ‘জুতা লাগবে জুতা? কুমিরের চামড়ার জুতা? কুমির না, পারলে এ দেশের মানুষের চামড়ার জুতা পড়ত হারামিগুলা।’ ছবি: ফেসবুক
৩ / ৩
সম্প্রতি শেষ হওয়া কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’র। আগেই শেষ হয়ে যায় তিনটি প্রদর্শনীর সব টিকিট। সিনেমাটি প্রশংসিতও হয়। উৎসব শেষের পর টরন্টো থেকে অভিনেত্রী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘স্বাগত শরৎ।’
ছবি: ফেসবুক