আমার অভিনয় আমারই ভালো লাগে না
ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন আরশ খান। গত সোমবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’।
প্রশ্ন :
ঈদের জন্য যত কাজ করেছিলেন, সব মুক্তি পেয়েছে?
১০ থেকে ১২টি নাটকে অভিনয় করেছি, ৬টি প্রচারিত হয়েছে। বাকিগুলো সামনে আসবে।আপনার কোনটি পছন্দ?
প্রশ্ন :
আপনার কোনটি পছন্দ?
ফজলুর রহমান বাবু ভাইয়ের সঙ্গে ‘বিবেক’ নামের একটা নাটকে কাজ করেছি। ছোটবেলায় বাবু ভাইকে টিভিতে দেখেছি। বাবু ভাইয়ের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করব; প্রথমে একটু নার্ভাস ছিলাম, ভয়ও পাচ্ছিলাম—ঠিকমতো অভিনয় করতে পারব কি না! কিন্তু শেষ পর্যন্ত পেরেছি। এটি আমার কাছে আর্কাইভে রেখে দেওয়ার মতো একটা কাজ।
প্রশ্ন :
চিত্রনাট্য বাছাই করেন কীভাবে?
প্রথমে ভালো গল্প, তারপর পরিচালক। কারণ, একটা ভালো গল্প অভিনয়শিল্পীর ক্যারিয়ার ঘুরিয়ে দিতে পারে। আর পরিচালক সেই ভালো গল্পকে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারেন। গল্প ভালো কিন্তু পরিচালক ভালো হলো না, তখন গল্পটা মাঠে মারা যায়। তাই গল্পের সঙ্গে পরিচালক কে, সেটাও দেখি। নিজের চরিত্রটাকেও গুরুত্ব দিই। চেষ্টা করি চরিত্রটার সঙ্গে মিশে যেতে।
প্রশ্ন :
অভিনয় করতে গিয়ে মজার কোনো ঘটনা...
কয়েকটি নাটকে আমাকে আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। যেহেতু ঢাকায় বড় হয়েছি, আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। শুটিংয়ে কানে হেডফোন দিয়ে আঞ্চলিক ভাষা শুনে শুনে বলার চেষ্টা করতাম। সবাই ভাবত, আমি প্রেম করছি। একদিন এক পরিচালক এসে বললেন, ‘ভাই, আপনি মনে হয় নাটক নিয়ে সিরিয়াস না।’ বললাম, কেন? তখন তিনি বললেন, ‘সারা দিন তো হেডফোন কানে দিয়ে বসে আছেন।’ তখন হেডফোনটা তাঁর কানে দিলাম। শুনে আমাকে জড়িয়ে ধরে ‘সরি’ বললেন।
প্রশ্ন :
অভিনয়ে আপনার আদর্শ কে?
হুমায়ুন ফরীদি। এরপর মোশাররফ করিম, আফরান নিশো, অপূর্ব। অভিনয় করতে গিয়ে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হই; তাঁদের কাজ দেখি, শেখার চেষ্টা করি। অনেক সময় আঞ্চলিক ভাষা শিখতে নাটকে তাঁদের বলা ভাষা শুনে শেখার চেষ্টা করি। একবার একটা রোমান্টিক নাটকে আমার তাকানো আমারই ভালো লাগছিল না। তখন অপূর্ব ভাইয়ের নাটক দেখে সেই শুট করি। আমাদের দেশে তো অভিনয় শেখার তেমন কোনো প্রতিষ্ঠান নেই। অভিনেতারাই একেকটা স্কুল।
প্রশ্ন :
ভবিষ্যৎ পরিকল্পনা
সব অভিনেতারই তো স্বপ্ন থাকে সিনেমায় অভিনয় করার। আমারও আছে। তবে এখন নয়। যখন পোক্ত অভিনেতা হয়ে যাব, অন্য কেউ আমাকে আদর্শ হিসেবে নেবেন, সবাই মেনে নেবেন যে আমিও ভালো অভিনয় করি, তখন সিনেমা করব। আমার লুক, আমার হাইট সিনেমার জন্য। কিন্তু অভিনয়ে আমি এখনো কাঁচা। আমার অভিনয় আমারই ভালো লাগে না।
প্রশ্ন :
ঈদের পরের ব্যস্ততা...
ঈদের ছুটি শেষ। এখন আবার কাজ শুরু করেছি। গত রোববার একটা নাটকের শুটিং করলাম। এ ছাড়া এরপর আরও অনেক নাটকের শুটিং আছে।