শশীর অজানা ১০, ভাগ্য সহায় হয়নি কাটপিসের যুগে

জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাস অবলম্বনে একই নামে ছবিটি মুক্তির পরে টুনি চরিত্রের প্রশংসিত হন শারমীন জোহা শশী। এখনো যেন তিনি ভক্তদের কাছে টুনি। কোথাও ভক্তরা দেখলেই টুনি বলে সবার আগে ডাকেন। দীর্ঘ ক্যারিয়ারে আর কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই অজানা শশীর গল্পগুলো দেখে নিতে পারেন একনজরে।
১ / ১০
‘হাজার বছর ধরে’ সিনেমা মুক্তির পরে ২০–২৫টি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন শশী। কিন্তু সেই সময়ে নিম্নমানের রুচিহীন ছবি হচ্ছিল। সেসব ছবিতে ছিল আপত্তিকর দৃশ্য। এমনকি কিছু ভালো ছবির ভেতরেও কাটপিস ঢুকে যাচ্ছিল। তখন শশী ছোট থাকায় তাঁর পরিবার থেকে মা–বাবা চাইতেন না তিনি সেই পরিবেশে আর ছবি করুন। তাই ভালো–মন্দ সব চরিত্রের গল্পই তাঁকে না করতে হয়েছে তাঁকে। ছবি: ফেসবুক
২ / ১০
২০০৩ সালের শেষের দিকে তিনি সিনেমার নায়িকা হন। তখন সবে দশম শ্রেণির ছাত্রী শশী।
ছবি: ফেসবুক
৩ / ১০
এখনো শুটিংয়ে প্রায় সময় ঢাকার বাইরে যাওয়া হয়। তিনি পেছন থেকে বহুবার শুনেছেন, ‘ওই দেখ দেখ, হাজার বছরের নায়িকা যায়।’ ভক্তদের এই ভালোবাসা তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
ছবি: ফেসবুক
৪ / ১০
‘হাজার বছর ধরে’র সাফল্য এখনো উপভোগ করেন শশী। কোথাও গেলে তাঁকে নায়িকা হিসেবে অভ্যর্থনা জানানো হয়।
ছবি: ফেসবুক
৫ / ১০
নায়ক রিয়াজের ভক্ত ছিলেন শশী। রিয়াজ তখন খুবই জনপ্রিয়। তাঁর সঙ্গে অভিনয় করবেন জানার পর চমকে গিয়েছিলেন এই টুনি। অনেক দিন বিশ্বাস হয়নি তিনি রিয়াজের নায়িকা হচ্ছেন।
ছবি: ফেসবুক
৬ / ১০
তাঁর পছন্দের নায়ক সালমান শাহ। পরে রিয়াজের অভিনয় একসময় তাঁর ভালো লাগত।
ছবি: ফেসবুক
৭ / ১০
তিনি এখনো সিঙ্গেল, ‘কবে বিয়ে করছেন’ এই কথা তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয়।
ছবি: ফেসবুক
৮ / ১০
মন থেকে যে সুন্দর, যে সুন্দর করে কথা বলে, যার ব্যবহার সুন্দর এ ধরনের মানুষকে তিনি অনেক পছন্দ করেন।
ছবি: ফেসবুক
৯ / ১০
রান্না করতে খুবই পছন্দ করেন শশী। গরুর মাংস, ডিম, টিকিয়াসহ অনেক খাবারের জন্য পরিবারে শশী খ্যাতি চরমে।
ছবি: ফেসবুক
১০ / ১০
১০. ব্যক্তিগত জীবনে খুবই ইতিবাচক থাকেন শারমীন জোহা শশী। তিনি মনে করেন জীবন অনেক ছোট্ট সময়ের। এ সময়ে যা যা পছন্দ সবই তিনি করতে চান।
ছবি: ফেসবুক