‘জ্যাকেট পরে, মোটা কম্বল গায়েও শীত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া
ইনস্টাগ্রাম

নতুন ওয়েব ফিল্মে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। মানিকগঞ্জের নবগ্রামে শুরু হয়েছে ‘এখানে নোঙর’ নামের এই ওয়েব ফিল্মটির শুটিং। গ্রামীণ পটভূমির গল্প নিয়ে ‘নোঙর’ নির্মাণ করছেন মেহেদি রনি। গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে নদী, নৌকা—এসব জড়িয়ে রয়েছে এ গল্পে।

গ্রামের এক প্রভাবশালী পরিবারের মেয়ে চৈতি। কিছুটা আত্মকেন্দ্রিক। সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন স্পর্শিয়া। এ ধরনের গ্রামীণ চরিত্রে স্পর্শিয়া আগেও অভিনয় করেছেন। তাই তো এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তেমন বেগ পেতে হয়নি তাঁকে। চরিত্র প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আগেও এ ধরনের চরিত্রে কাজ করেছি। আর গ্রামীণ চরিত্র আমি উপভোগ করি। এমন চরিত্র ভালো লাগে আমার। আমার জীবনযাপনে যা আমি নই, তেমন চরিত্র অভিনয় করার মধ্যেও মজা আছে।’

অর্চিতা স্পর্শিয়া
প্রথম আলো

ছবিতে কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘খুব সুন্দর একটা গল্প। কাজের জায়গা আছে। তা ছাড়া ছবির পরিচালক রনি আমার বন্ধু। সে মূলত চিত্রগ্রাহক। এর আগে ‘নবাব’ ও ‘আবার বসন্ত’ ছবিগুলোয় চিত্রগ্রাহক ছিলেন রনি। ছবিগুলোয় আমি অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার আগেই আছে। তাই স্বাচ্ছন্দ্য নিয়েই কাজটি করছি।’

তবে শীতের কারণে অনেক কষ্ট করে কাজটি করতে হচ্ছে বলে জানান এই অভিনেত্রী। বলেন, ‘মানিকগঞ্জের নবগ্রাম নামের একটি জায়গায় শুটিং হচ্ছে। এখানে প্রচণ্ড শীত। শীতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যখন চরিত্রের কস্টিউম পরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, তখন তো আর অতিরিক্ত শীতের পোশাক পরা যাচ্ছে না। এমনকি রাতে ঘুমানোর সময় জ্যাকেট পরে, মোটা কম্বল গায়েও শীতের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।’

অর্চিতা স্পর্শিয়া
প্রথম আলো

নিয়মিত অভিনয় করলেও কাজ নিয়ে তেমন আলোচনায় থাকেন না স্পর্শিয়া। এ প্রসঙ্গে জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘আমি তো আওয়াজ দিয়ে কাজ করি না। আর কাজ না করে বসেও থাকি না। সব অভিনয়শিল্পীকেই জীবনযাপনের জন্য কাজ করতে হয়। কাজ না করলে চলব কীভাবে? আমি প্রতি মাসেই ওয়েবে কাজ করছি। সব কাজ তো আর আলোচনা হবে না। হয়তো অনেক কাজ আলোচনা হলে দর্শকের মুখে মুখে থাকা যেত। নিজের আলোচনা থাকত।’

কয়েক মাস আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘বোধ’। এ ছাড়া স্পর্শিয়া অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ নামের দুটি অনুদানের ছবি মুক্তির অপেক্ষায় আছে।

আরও পড়ুন
আরও পড়ুন