ইত্যাদিতে শিবলী-নিপার সেকালের আর একালের বিয়ে

নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপাফাগুন অডিও ভিশনের সৌজন্যে

ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। প্রতিবারই ইত্যাদির নির্মাতা চেষ্টা করেন নাচের সংগীত, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবার ঈদেও সেই চেষ্টা করেছেন। ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক নাচ করা হয়—যেমন ঈদে ঘরমুখী মানুষের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা, প্রকৃতি ও বাংলাদেশের মানুষের সংগ্রামময় জীবন, বাঙালির বিভিন্ন লোক–উৎসব, সাংস্কৃতিক আগ্রাসন ও পারিবারিক বন্ধন ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবারের বিষয় সেকাল আর একালের বিয়ে।
আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো শুধু বিয়ে আর বউভাত—দুটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, থাকে নানা আয়োজন।

নেচেগেয়ে একসঙ্গে বিয়ের স্টেজে ওঠেন বর–কনে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিয়ের রীতিনীতিও ভুলে যান অনেকে। এসব বিষয়কেই ফুটিয়ে তোলা হয়েছে এই বিশেষ নৃত্যে।
নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। ইত্যাদিতে প্রতিটি নাচের জন্য নতুন নতুন মিউজিক করা হয়। বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মিউজিক করা হয় বলে দর্শকেরাও এতে নতুনত্বের স্বাদ পান।

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ
ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ ও নাচের মিউজিক শুনে দর্শকেরা অভ্যস্ত, ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।