মোশাররফ করিমের সঙ্গে এই শিশু আসলে কে

সম্পাদনা করা ছবিতে মোশাররফ করিম ও জোভান। ছবি: ফেসবুক থেকে

নানান চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। দেশের জনপ্রিয় সেই অভিনেতার সঙ্গে ব্যান্ড পার্টির একটি ছবিতে দেখা যাচ্ছে একটি শিশুকে। ছবিটি সময়ের জনপ্রিয় এক অভিনেতা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘যখন শিশুশিল্পী হিসেবে কাজ করতাম।’ কে এই শিশু চরিত্রে অভিনয় করা সময়ের জনপ্রিয় অভিনেতা?

শিশু চরিত্রে নিজেকে পরিচয় দেওয়া এই অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিনি বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় মুখ। জোভান ছবিটি ফেসবুক পোস্ট করে লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী হতে পারে? প্রথমত, যখন শিশুশিল্পী হিসেবে কাজ করতাম, নাকি দ্বিতীয়ত হতে পারে, ছোটবেলায় যখন মোশাররফ ভাইয়ের ব্যান্ড দলে সানাই বাজাতাম?’

শৈশবের ছবিতে ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক থেকে

জোভানের পোস্ট করা ছবিটি বেশ কৌতূহল জাগায়। কারণ, এই অভিনেতা শৈশবে শিশু চরিত্রে অভিনয় করেননি। এমনকি শৈশবে মোশাররফ করিমের সঙ্গেও তাঁর দেখা হয়নি। তাহলে ছবিটি কীভাবে এল? কৌতূহল নিয়ে জোভানের পোস্টে সেই প্রশ্ন করেছেন সহকর্মী ও ভক্তরা। ফরহাদ লিমন নামের এক অভিনেতা প্রশ্ন করেছেন, ‘এটা কি এডিট করা ছবি, নাকি আসলেই আপনার ছোটবেলার?’ উত্তরে জোভান লিখেছেন, ‘আপনার কী মনে হয়?’ উত্তরে লিমন লিখেছেন, ‘বুঝতে পারছি না।’

মোশাররফ করিম
ছবি : সংগৃহীত

তবে জোভানের পোস্টে অনেকেই লিখেছেন, ক্যাপশন হতে পারে, ‘যখন শিশুশিল্পী হিসেবে কাজ করতাম।’ কেউ লিখেছেন, ‘আপনার ছোটবেলার সঙ্গে বড়বেলার একদম মিল নেই।’ ছবি নিয়ে দ্বিধাদ্বন্দ্বেও পড়েছেন কেউ কেউ। এক ভক্ত লিখেছেন, ‘ভাইয়া, এটা রিয়েল, নাকি এডিট করা ছবি? আমি কনফিউজড।’ তোফাজ্জল হোসেন নামের আরেক ভক্ত লিখেছেন, ‘ভাই, আমি এখনো স্তব্ধ হয়ে রয়েছি, সত্যি আপনি শৈশবে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন? পুরাই সারপ্রাইজড আমি।’

ফারহান আহমেদ জোভান
ছবি: ফেসবুক থেকে

ছবিটি নিয়ে কথা হয় ফারহান আহমেদ জোভানের সঙ্গে। তিনি বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ছবিটা আসলে এডিটেড। যে কারণে মজা করেই আমি ছবিটি ফেসবুকে পোস্ট করেছি। ছবিটি আমাকে এক ভক্ত পাঠিয়েছেন।’ শৈশবে আপনি মোশাররফ করিমের সঙ্গে কোনো নাটকে অভিনয় করেছিলেন কি না? এমন প্রশ্নে জোভান বলেন, ‘না, আমি শৈশবে অভিনয় করিনি।’ জানা যায়, কোনো একটি ব্যান্ডের ছবি সম্পাদনা করে দুই অভিনেতাকে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন