আব্বা–আম্মা তোমাদের কি শীত করছে না...

জিনাত বরকতুল্লাহর সঙ্গে মেয়ে বিজরী বরকতুল্লাহ
ছবি: সংগৃহীত

করোনার প্রকোপ শুরু হওয়ার প্রথম দিকে বাবাকে হারান অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এর তিন বছর পর মাকেও হারান এই অভিনেত্রী। মা-বাবাকে হারানোর সেই শোক এখনো ভুলতে পারেননি। বারবার যেন ফিরে আসে মা-বাবার স্মৃতি। এই শীতের রাতে প্রিয় মানুষদের স্মরণে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আব্বা-আম্মা, তোমাদের কি শীত করছে না?’ আবেগঘন এই পোস্টে সহমর্মিতা জানিয়েছেন সহকর্মীরা।

প্রয়াত বাবার সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: ফেসবুক

বিজরী বরকতউল্লাহর ফেসবুক পোস্টে একাধিক অভিনয়শিল্পী ও গায়িকা মন্তব্য করেন। তাঁরাও কেউ কেউ মা-বাবাকে হারিয়েছেন। তাঁদের কথায় উঠে আসে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট। এর মধ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্যে লিখেছেন, ‘আমারও একটাই প্রশ্ন, বাবা, তোমার কি খুব শীত লাগে? গত বছরও কত শীতের কাপড় কিনে দিলাম বাবাকে। আমি বাবার মতো, আমার খুব শীত লাগে।’ চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী। দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা শেষে গত বছর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। তারপর একাধিকবার বাবার স্মরণে ফেসবুকে স্মৃতিকথা লিখেছেন চঞ্চল চৌধুরী। সেগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

প্রয়াত বাবার সঙ্গে শামীমা তুষ্টি। ছবি: ফেসবুক

বিজরীর ফেসবুক পোস্টে আরও মন্তব্য করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। ব্যক্তিজীবনে প্রিয়জন হারানো এই অভিনেত্রী লিখেছেন, ‘এই ভাবনা পাগল করেছে দীর্ঘদিন রে আপা।’ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাকে হারান অভিনেত্রী শামীমা তুষ্টি। পরের বছর জানুয়ারিতে বাবাকে হারান এই অভিনেত্রী। এক বছরের ব্যবধানে মা-বাবা দুজনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী বিভিন্ন সময় ফেসবুকে মা-বাবাকে স্মরণ করেছেন, একাকিত্বের কথা বলেছেন। বিজরীর স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছেন, ‘আপু, আমিও এই চিন্তাই করছি।’ অভিনয়শিল্পী লাকী ইনাম, মিশা সওদাগর, তানভীন সুইটি, ইপ্সিতা শবনম শ্রাবন্তী, তমালিকা কর্মকার, গায়িকা সোমনুর কোনালসহ অনেকেই মন্তব্য করেছেন।

করোনায় মারা যান অভিনেত্রী বিজরীর বাবা স্বনামধন্য প্রযোজক বরকতউল্লাহ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা একসময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক মো. বরকতউল্লাহ। তিনি ২০২০ সালের আগস্টে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিন বছর পর সেপ্টেম্বরের ২০ তারিখে এই অভিনেত্রীর মা একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ মারা যান।