বাবা হারালেন রুনা খান
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে বার্ধক্যের কারণে মারা যান তিনি। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন এই তারকার ঘনিষ্ঠজনেরা। এদিকে আজ সোমবার সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা খান।
বিস্তারিত কিছু না লিখে রুনা খান তাঁর ফেসবুকে শুধু এটুকুই উল্লেখ করেছেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি হোক...।’
ব্যক্তিজীবনে রুনা খানের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাঁর দাফন হতে পারে বলে জানা গেছে। এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘শান্তিময় হোক আঙ্কেলের এই অনন্ত যাত্রা।’ চলচ্চিত্র অভিনয়শিল্পী নাঈম লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ পাক তাঁকে জান্নাতবাসী করুন।’ তিন্নি লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শান্তিতে থাকুক’। অভিনেত্রী শ্রাবন্তী শোকবার্তা দিয়েছেন।
এ ছাড়া লায়লা হাসান, ওমর সানী, রোজী সিদ্দিকী, চয়নিকা চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, মুকিত জাকারিয়াসহ অভিনয়জগতের অনেকের পাশাপাশি রুনা খানের ভক্তরা তাঁর বাবার আত্মার শান্তি কামনা করেছেন।