মমতাজ লিখলেন, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি, অন্যরা কী লিখেছেন?

ব্যস্ততা যতই থাকুক, দেশের তারকারা সবাই কমবেশি সরব থাকেন ফেসবুকে। ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। ছবিতে তেমন কিছু ঘটনা তুলে ধরা হলো।
১ / ১০
গায়িকা মমতাজ বেগম প্রায়ই ফেসবুকে নানা রকম পোস্ট করেন। এসব পোস্টে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি উঠে আসে। গত তিনি একটি পোস্ট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’
ছবি: ফেসবুক
২ / ১০
ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকারকে এখনো নাকি ফেসবুক মনে করে ব্যাচেলর। সেটাই মজা করে ফেসবুকে ভাগাভাগি করে এই অভিনেত্রী লিখেছেন, ‘ফেসবুক ধরেই নিয়েছে, আমার বিয়ে হয় নাই? নাকি আবার হবে?? বাহ বাহ!’
ছবি: ফেসবুক
৩ / ১০
‘বড় ছেলে’–খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে পোস্ট করেছেন, ‘সর্বদা মনে রাখবেন, যারা হারবে, তাদের গলার জোর বেশি।’
প্রথম আলো
৪ / ১০
অভিনেত্রী শাহনাজ খুশির যেন এখন খুশির সময়। তাঁর দুই ছেলেই তাঁর পথে হাঁটছেন। সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। সম্প্রতি তাঁর এক ছেলে মেহজাবীন চৌধুরীর সঙ্গে একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সেই বিজ্ঞাপন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে খুশি লিখেছেন, ‘আমার সম্মুখে আমার আয়না, আমার হৃৎস্পন্দন।’
ছবি: ফেসবুক
৫ / ১০
অভিনেতা এফ এস নাঈম এখনই আছেন শীতের আমেজে। ছবিটি পোস্ট করে সেই কথাই লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে, শীতের আগমন বার্তা।’
ছবি: ফেসবুক
৬ / ১০
ঢালিউড অনুষ্ঠানে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের দিন কেমন যাচ্ছে?’ এই পোস্টে সারা দিয়েছেন দেড় হাজার ভক্ত।
ছবি: ফেসবুক
৭ / ১০
অভিনেত্রী নাদিয়া আহমেদ হঠাৎ ফিরে গেলেন শৈশবে, প্রথম অভিনয়ের দিনগুলোতে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার এই অভিনয়শিল্পে প্রথম হাতেখড়ি “নতুন কুঁড়ি” প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। অভিনীত চরিত্রটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের “পোস্টমাস্টার” গল্পের “রতন”। তখন আমি ক্লাস থ্রিতে পড়াশোনা করি। মুহূর্তটা এখনো চোখের সামনে ভেসে ওঠে। প্রাপ্তিটা এখনো সজীব।’
ছবি: ফেসবুক
৮ / ১০
ছবিটা যেন নতুন প্রজন্মের সঙ্গে পুরোনোদের মেলবন্ধনের গল্প। সাফা কবিরের সঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেতা শহীদুল আলম সাচ্চু লিখেছেন, ‘সাফা কবির, তোমাকে ধন্যবাদ।’ তবে কেন ধন্যবাদ দিয়েছেন, সেটা বলেননি।
ছবি: ফেসবুক
৯ / ১০
অভিনেত্রী নাজনীন হাসান লিখেছেন, ‘মানুষ যখন কোথাও যাওয়ার সুযোগ পায় না, তখনই তার ছোট ছোট পাখা গজায়, সেই পাখা ঝাপটাতে থাকে কেবল ওড়ার জন্য। এই বিষয়টাকে আরও ছোট করে প্রকাশ করা যায়, কানার বিলেত দেখার শখ। হ, আমারও শখ হয়েছে। কিন্তু সময় ও সুযোগ কোনোটাই নেই।’
ছবি: ফেসবুক
১০ / ১০
সংগীতশিল্পী আঁখি আলমগীর তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিজেকে বিলীন করে একই রকমের তীব্র আনন্দ আর ব্যথাভরা যে ভালোবাসা, সে শুধু মায়েরাই দিতে পারে।’
ছবি: ফেসবুক