জীবন্মৃত মানুষের দায় বিগত থেকে বর্তমান কোনো রাজনীতিবিদ এড়াতে পারবেন না: মম

অভিনেত্রী জাকিয়া বারী মমছবি: শিল্পীর সৌজন্যে

ছাত্র-জনতার আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। নন্দিত এই অভিনয়শিল্পী বিভিন্ন সময় অনিয়মেও বেশ সোচ্চার কণ্ঠ। এবার তাঁর ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মান না দেওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন।

মম তাঁর ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মানের বিষয় নিয়ে কথা বলেন। মম তাঁর উপলব্ধির কথা জানিয়ে লিখেছেন, ‘যেদিন থেকে এ দেশে শিক্ষকের সম্মানের চাইতে লোভী রাজনীতিবিদের সম্মান বেড়েছে, সেদিন থেকেই শুরু হয়েছিল আজকের দিনের পরিণতি।’

জাকিয়া বারী মম
ফেসবুক থেকে

কথা প্রসঙ্গে অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ড. মুহম্মদ শহীদুল্লাহর বক্তব্যও টেনেছেন। তিনি লিখেছেন, ‘যদিও বহু আগেই ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, “যে দেশে গুণীর সম্মান নেই, সে দেশে গুণী জন্মায় না।” কিন্তু এ কথার মর্ম আমরা বুঝিনি, এখনো বুঝি না। আর এভাবে চলতে থাকলে পুঁজ গলা, দুর্গন্ধযুক্ত নরক দেখার জন্য মৃত্যুর পর পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’

জাকিয়া বারী মম
ফেসবুক থেকে

দেশের এমন পরিস্থিতির দায় কোনো রাজনীতিবিদ এড়াতে পারেন না জানিয়ে মম লিখেছেন, ‘বিপর্যস্ত, বিধ্বস্ত মন-মগজ-শরীর-আত্মা নিয়ে চলতে থাকা প্রতিটা জীবন্মৃত মানুষের দায় বিগত থেকে বর্তমান—কোনো রাজনীতিবিদ এড়াতে পারবেন না। প্রকৃতিও আপনাদের জন্য চরমতম উপহার বরাদ্দ রেখেছে। দয়া করে একদিন সেটা বুঝে নেবেন। আর মনে রাখবেন, জঘন্যতম গালিটাও আপনাদের দেখে লজ্জা পায়।’