‘হাত সাফাই’ টেলিফিল্মে চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত

হাত সাফাইয়ে লোকটির জুড়ি নেই। হাত সাফাইকে সে চুরি মনে করে না, মনে করে একটা শিল্প। কিন্তু ইদানীং হাত সাফাইয়ের কাজে তরুণ প্রজন্মের অনীহা দেখে মন খারাপ হয়। খুব করে চায় তাঁর নিজের সন্তানও এ কাজে আসুক। এর মধ্যেই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানসিকভাবে ভেঙে পড়ে সে। গল্পটি ‘হাত সাফাই’ টেলিফিল্মের। ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে টেলিফিল্মটি।

এখন ওয়েব ও চলচ্চিত্রেই বেশি কাজ করেন চঞ্চল চৌধুরী। তবে অভিনয় করেছেন ঈদের এই টেলিফিল্মটিতে।

‘হাত সাফাই’ টেলিফিল্মের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

হাত সাফাইয়ে দক্ষ এক ব্যক্তির ভূমিকায় দেখা যাবে তাঁকে। বৃন্দাবন দাসের রচনায় টেলিফিল্মটির পরিচালক তুহিন হোসেন।

টেলিফিল্মটি সম্পর্কে পরিচালক বলেন, নাটকের কেন্দ্রীয় চরিত্র মনে করে এখন যেভাবে ছিনতাই বেড়েছে, দেশের বাইরে অর্থ পাচার বেড়েছে সে তুলনায় হাত সাফাই খুব খারাপ কিছু নয়।

আরও পড়ুন

চঞ্চল ফিরলেন নব্বইয়ে, মিম লিখলেন ‘কালো সুন্দর’

এটাকে সে বরং শিল্প মনে করে। চায় পরের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে। কিন্তু এক ঘটনায় সে মানসিকভাবে ভেঙে পড়ে।

চঞ্চল চৌধুরী ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে দেখা যাবে তাঁকে। এ ছাড়া আছেন শাহনাজ খুশি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী প্রমুখ।

পরিচালক জানান, ঈদের দিন অথবা ঈদের পরের দিন এনটিভিতে প্রচারিত হবে টেলিফিল্মটি।