সিডনিতে বাসার–তটিনী জুটির পাঁচ নাটক

নাটকের শুটিংয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: আকাশ দে

অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে বাংলাদেশের পাঁচটি ঈদের নাটকের শুটিং। সব নাটকেই জুটি হিসেবে দেখা যাবে হালের জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনীকে। নাটকের শুটিংয়ের জন্য গত ১৯ এপ্রিল সিডনি পৌঁছেছেন তাঁরা। শুটিং আর আড্ডার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন নাটকের এই জুটি।
প্রেম আর প্রবাস নিয়ে লেখা পাঁচটি গল্পের বিভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁদের। রুবেল হাসানের পরিচালনায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হচ্ছে এই নাটকগুলো। নাটকের বেশির ভাগ দৃশ্যায়ন অস্ট্রেলিয়ায় হলেও কয়েকটি নাটকের কিছু অংশ বাংলাদেশেও ধারণ করা হবে। তবে শুধু সিডনির সুন্দর লোকেশনের জন্য নয়, গল্পের প্রয়োজনেই বিদেশে শুটিং করতে আসা বলে জানিয়েছেন পরিচালক রুবেল হাসান।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক এই প্রতিবেদকে বলেন, ‘সিডনির স্পটগুলো সুন্দর, পরিবেশ ভালো, শিল্পী-সহকর্মী সবার সহযোগিতা পাচ্ছি। তবে বাংলাদেশে একটা নাটক নির্মাণে যে পরিমাণ লোকের সহযোগিতা পাই, এখানে সেই জনবলের একটা সংকট আছে। তারপরও আশা করছি, সব মিলিয়ে কিছু সুন্দর নাটক এবারের ঈদে দর্শকদের উপহার দিতে পারব।’

প্রথমবারের মতো সিডনি আসার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি বলেন, ‘কাজের ফাঁকে নতুন একটি দেশ ঘোরার সুযোগ কাজে লাগাচ্ছি। অস্ট্রেলিয়া খুবই সুন্দর একটি দেশ। শুটিং শেষ করে সিডনি ঘুরে দেখছি। অনেক বাংলাদেশি ভক্তের সঙ্গেও দেখা হচ্ছে। সবার আন্তরিকতায় আমি খুবই খুশি।’

নাটকের শুটিংয়ে ফাঁকে
প্রথম আলো

অন্যদিকে সিডনিতে শুটিংয়ের ফাঁকে হাসিঠাট্টা ও খুনসুটিতে মেতে আছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও। নাটকে অভিনয় করছেন বর্তমানে সিডনিতে বসবাসরত অভিনেতা মাজনুন মিজান। তিনি বলেন, ‘একসঙ্গে অনেকগুলো নাটকের কাজ করছি। সুন্দর গল্প নিয়ে কাজ হচ্ছে। আশা করছি, নাটকগুলো সামনের ঈদে দর্শকদের খুবই ভালো লাগবে।’

শুটিংয়ে ফাঁকে অভিনেতা মাজনুন মিজানের সঙ্গে খায়রুল বাসার
প্রথম আলো

নাটকের গল্পগুলো লিখেছেন রুবেল হাসান, মেজবাহ উদ্দিন সুমন ও রুম্মান রশীদ খান। নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী শাওন অরিজিৎ, জিয়াউর রনি ও ফাহিম ফয়সাল।

শুটিং চলছে
প্রথম আলো

নাটক নির্মাণ নিয়ে অস্ট্রেলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ধূপছায়া এন্টারটেইনমেন্টের কর্ণধার সিডনির বাসিন্দা ফখরুল আলম বলেন, ‘বাংলাদেশের মতোই বাংলা নাটকও আমার ভালোবাসা। এই ভালোবাসার জায়গা থেকেই কাজ করি। বাংলাদেশের মানুষের বিনোদনের জন্য অবদান রাখতে পারাই আমার অর্জন।’

নাটকের শুটিংয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: আকাশ দে