‘আয়নাবাজি’ সিনেমার জন্য কেন এক টাকাও পারিশ্রমিক নেননি নাবিলা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার আজ জন্মদিন। এই অভিনেত্রী অনেকটা হঠাৎ করে সিনেমায় এসেছিলেন। এখন অভিনয়ই তাঁর প্যাশন। নাম লিখিয়েছেন শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায়। জন্মদিনে তাঁর জানা-অজানা ঘটনাগুলো ভক্তদের জন্য তুলে ধরা হলো।
১ / ৬
‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেলেও সিনেমাটির জন্য কোনো পারিশ্রমিক নেননি নাবিলা। কেন নেননি এই প্রসঙ্গে তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিনেমার শুটিংয়ের পুরো তিন মাস সময়কে তিনি লার্নিং হিসেবে নিয়েছিলেন। এখানে থেকে তিনি অনেক কিছু শিখেছেন, যে কারণে পারিশ্রমিক নেননি। পরিশ্রমের বিনিয়মে তিনি শিখেছেন। তাঁর কাছে সিনেমাটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী একটি প্রতিষ্ঠান।
ছবি:’ ফেসবুক
২ / ৬
মা হওয়ার পরে তাঁর ওজন অনেক বেড়ে গিয়েছিল। সেই সময় অনেকটা বিরতি দিয়ে কাজে ফেরেন। কারণ ওজন। পরে তিনি ওজন কমিয়ে পর্দার সামনে আসেন। অবশেষে জানা গেল তিনি ওজন কমিয়ে ‘তুফান’ সিনেমায় নাম লেখাচ্ছেন।
ছবি:’ ফেসবুক
৩ / ৬
মা হওয়ার পরে তাঁর ওজন অনেক বেড়ে গিয়েছিল। সেই সময় অনেকটা বিরতি দিয়ে কাজে ফেরেন। কারণ ওজন। পরে তিনি ওজন কমিয়ে পর্দার সামনে আসেন। অবশেষে জানা গেল তিনি ওজন কমিয়ে ‘তুফান’ সিনেমায় নাম লেখাচ্ছেন।
ছবি:’ ফেসবুক
৪ / ৬
এইচএসসি পাস করার পর বিজ্ঞাপন দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেন। রেডিও জকি হিসেবেও কিছুদিন কাজ করেছেন। তবে তাঁর নজর ছিল উপস্থাপনার দিকে। যে কারণে শুরুর দিকে নাটকে অভিনয় করেননি। মিউজিক ভিডিওতেও কাজ করে প্রশংসিত হয়েছেন।
ছবি:’ ফেসবুক
৫ / ৬
উপস্থাপনা ক্যারিয়ার শুরুর ১০ বছর পর নাম লেখান সিনেমায়। তারপর আর কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। এর কারণ তিনি বাছবিচার করে সিনেমায় নাম লেখাতে চান। শুধু সংখ্যা বাড়াতে চান না। তিনি মনে করেন তাঁকে চলচ্চিত্রই করতে হবে।
ছবি:’ ফেসবুক
৬ / ৬
অনেকেই তাঁর উপস্থাপনার ভক্ত। উপস্থাপনার জন্য তিনি প্রশংসাও পান। অনেকেই তাঁর কাছে জানতে চান, কীভাবে ভালো উপস্থাপক হওয়া যায়? এই নিয়ে সবার উদ্দেশে বলেন, ‘ভালো বাংলা বলতে পারতে হবে। বাংলা উচ্চারণের প্রতি যত্নশীল হতে হবে। ইংরেজি বললে উচ্চারণ ঠিকমতো করতে হবে।’
ছবি:’ ফেসবুক