একফ্রেমে কাকা, কাফু, রবার্তো কার্লোস, রোনালদো...

শতাব্দীর পোস্ট করা ছবিটি
ছবি: সংগৃহীত

একফ্রেমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা। তাঁরা এসেছিলেন ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলা দেখতে। স্টেডিয়ামে একসঙ্গে পাশাপাশি বসেছিলেন। খেলা চলাকালে বেশ কয়েকবার তাঁদের পর্দায় দেখে উচ্ছ্বসিত হন সমর্থকেরা। পরে তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দী হওয়া ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিটিই পোস্ট করে অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘একফ্রেমে কতজন গ্রেট মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা সাজু খাদেম!’

শতাব্দী ওয়াদুদ। ছবি: ফেসবুক থেকে

শুরু থেকেই খেলা নিয়ে অভিনয়শিল্পীদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। এর মূলে থাকে নিজের পছন্দের দল জিতবে। সেই জায়গা থেকে ব্যতিক্রম নন শতাব্দী ওয়াদুদও। তিনি ব্রাজিলের সমর্থক। খেলা নিয়ে নিয়মিত সব খবর রাখেন এই অভিনেতা। খেলাকে বিনোদন হিসেবেই নেন। সেই জায়গা থেকেই তিনি লিখেছেন, ‘একফ্রেমে কতজন গ্রেট মানুষ। কাকা, কাফু, রবার্তো কার্লোস, রোনালদো (দ্য ফেনোমেনন), আর্সেন ওয়েঙ্গার ও সাজু খাদেম।’ ছবিতে পেছনের দিকে রুমাল বাঁধা একজনকে গোল চিহ্ন দিয়ে শতাব্দী লিখেছেন, ‘তিনি আমাদের সাজু খাদেম।’ এই নিয়ে শতাব্দী আবার মজা করে মন্তব্যও করেছেন, ‘ছবিটা জুম করে দেখেন, মনে হবে সাজু খাদেম।’

আরও পড়ুন
প্রতিবাদ করতে গিয়ে বুলিংয়ের শিকার হয়েছেন সাজু খাদেম
ছবি: সংগৃহীত

শতাব্দীর কাছে ছবিটি দেখে সাজু খাদেম মনে হলেও এই অভিনেতা এখন ঢাকায় শুটিংয়ে। কাতারে খেলা দেখতে গিয়েছেন কি না, এমন প্রশ্ন শুনে বললেন, ‘না তো, কে বলল? আমি দেশে রয়েছি।’ শতাব্দী ওয়াদুদের পোস্ট করা ছবিটি দেখেছেন কি না, শুনেই হেসে বললেন, ‘ও আচ্ছা, এবার বুঝেছি। লোকটি নাকি আমার মতো দেখতে। সেই জন্য শতাব্দী লিখেছে, “ওটা সাজু খাদেম।” মজা করে লিখেছেন, আমিও মজা করে মন্তব্য করেছি। নিজেকে কোনোভাবেই লুকিয়ে রাখতে পারলাম না। আসলে আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমাদের অনেক বিষয়ে অনেক মজা হয়। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর আমাদের মধ্যে খেলা নিয়ে অনেক মজা হচ্ছে। এটা উপভোগ করছি।’

আরও পড়ুন
শতাব্দী ওয়াদুদ ও সাজু খাদেম
ছবি: সংগৃহীত

ছবিটিতে সংগীতশিল্পী আঁখি আলমগীর মন্তব্য করেছেন, ‘হুম লুকিয়ে লুকিয়ে’, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মন্তব্য করেছেন, ‘আমি সাজু খাদেমকে ভাবছিলাম অনন্ত জলিল’, এ আহনাফ নামের একজন নাট্যনির্মাতা লিখেছেন, ‘আমি সাজু খাদেমকেই চিনতে পারছিলাম। অন্যদের চিনিনি পরে ক্যাপশন দেখে অন্যদের চিনতে পারলাম।’ শতাব্দী লিখেছেন, ‘তুই আর্জেন্টিনার সমর্থক।’ এই অভিনেতা নিজে ব্রাজিলের সমর্থক। অন্যদিকে সাজু খাদেম আর্জেন্টিনার সমর্থক। এবার হয়তো দর্শক বুঝতে পারছেন, পোস্টের মর্ম। তবে খেলাকে কেন্দ্র করে যেকোনো বিনোদনই তাঁরা উপভোগ করছেন।

আরও পড়ুন

আজ দিবাগত রাত একটায় পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে হারলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারে আর্জেন্টিনা। আজকের ম্যাচকে বলা হচ্ছে আর্জেন্টিনার বাঁচা–মরার লড়াই। তবে আজকের খেলা নিয়ে আশাবাদী সাজু খাদেম বলেন, ‘আর্জেন্টিনা ২ ও পোল্যান্ড ১ গোল করবে। ১ গোলের ব্যবধানে জিতবে আর্জেন্টিনা। ধারণা করছি, দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত যাবে আর্জেন্টিনা।’