সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি: বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না

টিমের সদস্যদের মনোজ প্রামাণিক। ছবি: ফেসবুক

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা মনোজ প্রামাণিকের নাম। এটা নিয়ে কিছুটা বিব্রত এই অভিনেতা। ঘটনার দিন থেকে তিনি মানসিকভাবে দুশ্চিন্তায় রয়েছেন। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শারীরিকভাবে তিনি ঠিক আছেন, তবে মানসিকভাবে ঠিক নেই। তিনি জানান, সেদিনের অপ্রীতিকর ঘটনার সময় টিমমেটরা আগেই তাঁকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারেন। যে কারণে আগেই তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। পরবর্তী ঘটনা সবাই দেখেছেন। কিন্তু কেন তাঁকে নিয়ে প্রতিপক্ষের দু-একজনের উচ্চবাচ্য, তা ঠিক মনোজের কাছে বোধ্য নয়।

মনোজ। ছবি: ফেসবুক

মনোজ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মূলত খেলার উত্তেজনা থেকেই প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের ওপর আঘাত করে। যা খুবই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। আমাদের টিমের ওপর যারা আঘাত করেছিল, তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি জানাই। আমাদের টিমের আঘাতপ্রাপ্ত সহকর্মী ও টিমমেটরা যাঁরা হাসপাতালে ছিলেন। তাঁদের জন্য সহমর্মিতা। তাঁরা সুস্থ হওয়ার পথে।’ তিনি অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসার দায়ভারের দাবি জানিয়ে সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মনোজ প্রামাণিক। ছবি: ফেসবুক

মূলত সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের মধ্যে মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্যে। সংস্কৃতি অঙ্গনে ও দেশের মিডিয়ায় যাঁরা নিয়মিত কাজ করছেন, তাঁদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাড়িয়ে তোলা। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলাকে আরও বেশি উৎসাহিত করতে। কিন্তু এমন আয়োজনে হামলার ঘটনার দুই দিন পরে নিন্দা জানান মনোজ।

মনোজ ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘যারা হামলার এই কাজটি করেছে, তাদের দু–একজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সঙ্গে ছিল, তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দু-একজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ, তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ। বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদের অনুরোধ করব, আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে।’

পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে
ভিডিও থেকে

এর আগে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে একটি দলের প্রধান নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘আমার দলের খেলোয়াড়-অভিনেতা মনোজ প্রামাণিককে মাঠে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পরে মনোজ বাইরে তাঁর গাড়িতে গিয়ে বসেছিলেন। পরে অপরিচিত নম্বর থেকে আমার কথা বলে তাঁকে মাঠে আসতে বলা হয়। কিন্তু তিনি গাড়ি থেকে বের হননি।’ অবশ্য এ বিষয়ে জানতে চাইলে মনোজ প্রথম আলোকে বলেন, ‘আসলে আমি ঠিক জানি না, কেন আমাকে টার্গেট করা হয়েছে। আমি তো নীরবেই খেলে যাচ্ছিলাম। অন্য কোনো কিছুর মধ্যেই ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘আমি এসব থেকে বেরুতে চাই। ভুলতে চাই। আজ (সোমবার) আমি ওয়েব সিরিজের কাজ করছি। কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই।’

হাতাহাতি, মারামারি এবং হুমকির মতো ঘটনা ঘটে বলেও জানান কয়েকজন অভিযোগকারী। ভিডিও থেকে

সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দ্বিতীয় দিনের খেলায় পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে ঘটনা নিয়ে এই দুই অধিনায়ক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এই খেলায় দীপংকার দীপনের টিমে ছিলেন মনোজ প্রামাণিক।

সেই প্রেস ব্রিফিং নিয়ে মনোজ লিখেছেন, ‘সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদের স্বাগত জানাই। সব ঝামেলার অবসান ঘটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হোক। দর্শকদের দুশ্চিন্তা নয়, আনন্দের কারণ হয়ে উঠতে চাই আমরা প্রত্যেকেই। খেলা হোক সম্প্রীতির জন্য, খেলা হোক সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যেকটি কর্মীর সম্পর্ককে দৃঢ় রাখার জন্য।’