হ্যারিকে নিয়ে এবার টিভি সিরিজ

‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারাস স্টোন’–এর দৃশ্য
আইএমডিবি

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের লেখা বিখ্যাত সিরিজ ‘হ্যারি পটার’। আর এটি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি। বিশ্বজুড়ে ৬০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এ সিরিজের বই। এর আগে এই বইয়ের ওপর ভিত্তি করে বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল সিনেমা। এবার ‘হ্যারি পটার’-এর জাদুর দুনিয়া দেখা যাবে ছোট পর্দায়। খবর দ্য গার্ডিয়ানের

ছোট পর্দার জন্য নির্মিত হচ্ছে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ। এই সিরিজ দেখানো হবে এইচবিও ম্যাক্সে। জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’র সাতটি বইয়ের ওপর নির্ভর করে তৈরি করবে টিভি সিরিজের পর্বগুলো। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন জে কে রাউলিং নিজেই। গত বুধবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ ‘হ্যারি পটার’ টিভি সিরিজ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনেমায় হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানিয়েল রেডক্লিফ। কিন্তু টিভি সিরিজে দেখা যাবে নতুন মুখ। শুধু হ্যারি পটার নয় অন্যান্য চরিত্রেও দেখা যাবে একঝাঁক নতুন মুখ। প্রযোজনা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, নতুন প্রজন্মের জন্যই এ টিভি সিরিজ বানানো হবে।

আরও পড়ুন

যেখানে হ্যারি পটার হাজির হবে নতুন রূপে। তবে জে কে রাউলিংয়ের গল্পের মৌলিকত্ব তাতে ধরে রাখা হবে। তার সাতটি বই অবলম্বনে হবে সাতটি সিজন।

হ্যারি পটার নিয়ে মোট আটটি সিনেমা তৈরি করেছে ওয়ার্নার ব্রাদার্স। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম ছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারাস স্টোন’ এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ২’ মুক্তি পায় ২০১১ সালে। সেই ওয়ার্নার ব্রাদার্সই এবার এই বইয়ের টিভি সিরিজ নিয়ে আসছে।