কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী
ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ এবার কন্যাসন্তানের মা হলেন। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। প্রথম আলোকে আজ মঙ্গলবার সকালে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নাগ।
প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাঁদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।
এদিকে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী নাগ প্রথম আলোকে বললেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তাঁর অনেক বেশি আদরের। কিন্তু মেয়ে বাচ্চারা তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।’
কন্যাসন্তানের নাম রাখার প্রসঙ্গ উঠতেই মৌসুমী নাগ বললেন, ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’
ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগ বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তাঁর অভিষেক ঘটে।