৯০ হাজার টাকা ঋণ, শোধ করতে হবে ৫ লাখ, এরপর যা ঘটল

নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অসহায় এক বাবার গল্প। যিনি সমাজের নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছেন। নানা ঘাত-প্রতিঘাতে তিনি এক সময় বাধ্য হয়েই চান নিজের সন্তানকে বিক্রি করতে। সন্তান বিক্রি করবেন নাকি করবেন না—এই দ্বন্দ্ব নিয়েই এগিয়ে চলে ‘নিখোঁজ’ নাটকের গল্প। নাটকটি দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে।

নাটকের পরিচালক সাদাত রাসেল জানান, এটি বর্তমান সময়ের গল্প। যে সময়ে মানুষ জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে। মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে না। এর মধ্যেই একটি পরিবার জড়িয়ে যায় ঋণের জালে। সেই জালে দিনের দিনের পর দিন আরও বেশি জড়িয়ে পড়ে।

নাটকের একটি দৃশ্যে মুশফিক ও মাহি। ছবি: সংগৃহীত

সাদাত রাসেল বলেন, ‘আমি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই গল্পটি বলেছি। এখানে একজন বাবা, যে কিনা বাধ্য হয়ে তার সন্তানকে বিক্রির মতো সিদ্ধান্ত নেয়। কিন্তু এটাকে কেন সে নিখোঁজ বলছে, এটা রূপক অর্থে দেখানো হয়েছে। নাটকটি দেখলে দর্শক বিষয়টি বুঝতে পারবেন।’

পরিচালক সাদাত রাসেল। ছবি: ফেসবুক

নাটকে দেখা যাবে, মহল্লার সবজি বিক্রেতা সবুর মিয়া। তাঁর কন্যা ময়না হারিয়ে গেছে। এক সন্ধ্যার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। মা শিউলি বেগমসহ তারা সারা শহরে মেয়ের খোঁজ করছেন। এদিকে এই দম্পতির সামনে আসে সমিতি থেকে ৯০ হাজার ঋণ নিয়ে এখন তাদের ৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। এ কথা শুনে পালিয়ে বেড়ানোর উপক্রম হয় এই দম্পতির। একদিকে ঋণ অন্যদিকে নিখোঁজ সন্তান নিয়ে এগিয়ে চলে গল্প।

নাটকের পোস্টার। ছবি: ফেসবুক

‘নিখোঁজ’ নামের এই গল্পে সবুর মিয়া চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও শিউলী বেগম চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি।

দীপ্ত টিভির সংবাদ বিজ্ঞপতিতে মাহি বলেন, ‘সচরাচর যে ধরনের রোমান্টিক, কমেডি গল্পে কাজ করা হয় তাঁর বাইরে এটি একটি জীবনমুখী গল্প। এখানে একটি পরিবারের মানবিক সংকটে উঠে এসেছে।’ নাটকে আরও অভিনয় করেছেন জয় রাজ, বড়দা মিঠু, শিকদার মুকিত প্রমুখ।