বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ দুজনের বিয়ের অনুষ্ঠান যেহেতু একসঙ্গে হয়েছিল, তাই দুই পরিবার মিলে চার হাজার অতিথিকে দাওয়াত করেছিলেন। বাড়তি অতিথি হাজির হতে পারে, তাই এক হাজারজনের বাড়তি খাবারের ব্যবস্থা করে রেখেছিলাম। যা ভেবেছিলাম, হয়েছিলও তাই। সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছিল। যা বুঝেছিলাম, সেদিন বিয়েতে ছয়-সাত হাজার মানুষ এসেছিল। দাওয়াতে যারা প্রথমে এসেছিল, তারা একটু খেতে পেরেছিল। দাওয়াতের বাইরে লোক আসায়, পরে আর কেউ বসার জায়গাও পায়নি, খাওয়ার জায়গাও পায়নি। আমাদের দুই হাজার অতিথির খাবার বেঁচে যায়। বাইরের লোকজন যারা, তারা কেউ খেতে আসে নাই, শুধু তৌকীর–বিপাশাকে দেখতে এসেছিল। তখন তো তারা দুজন বাংলাদেশের টপ পপুলার তারকা। সবার ক্রেজ। বোঝাই গেল, কেউ খাবার থেকে আসেনি। আমাদের দাওয়াত দেওয়া কোনো অতিথিও অনুষ্ঠান মিস করেনি, সবাই এসেছিলছবি : সংগৃহীত