জাতি উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান

আরশ খানছবি : আরশ খানের ফেসবুক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের কয়েকজন অভিনেত্রী, অভিনেতা ও পরিচালক ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

গতকাল মঙ্গলবার রাতে দেওয়া সেই পোস্টে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন—এসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

ফারুকীর এমন পোস্টের পর তরুণ অভিনয়শিল্পী আরশ খান লিখেছেন, জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।

আরশ খান
ছবি : আরশ খানের ফেসবুক

‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে’ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকীর উদ্দেশে ছোট পর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, ‘বিখ্যাত শিল্পী, পরিচালক যাঁরা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন—তাঁরা মানুষ। তাঁদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তাঁরাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া তথ্য সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সঙ্গে মিলছে না, তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি। ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না, এসব তদন্ত করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবহিত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

আরও পড়ুন
আরশ খান
ছবি : আরশ খানের ফেসবুক

আরশ খানের সেই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টটি অনেকে শেয়ারও করেছেন। এদিকে আরেক পোস্টে আরশ খান লিখেছেন, ‘সব রাজনীতিবিদকেই আমাকে বিরোধী দল মনে হবে। কারণ আমি জনতার পক্ষে কথা বলি।’

আরও পড়ুন