মাছরাঙায় ‘টিক্কা রিটার্নস’, বৈশাখীতে ‘পিতা মাতার আমানত’

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দিন কী কী আয়োজন থাকছে মাছরাঙা,বৈশাখী,আরটিভিতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
রাত ৯টা ১০ মিনিটে মাছরাঙায় আছে ধারাবাহিক নাটক ‘টিক্কা রিটার্নস’
মাছরাঙা টিভির সৌজন্যে

মাছরাঙা
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, ঐশী। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস’। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দূর হতে তোমারেই দেখেছি’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া। রাত ৮টায় নাটক ‘কিছুক্ষণ’। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিক্কা রিটার্নস’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ইচ্ছেপূরণ’। অভিনয়ে জোভান, সামিরা খান মাহি। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তুমি নাকি আমি’। অভিনয়ে আরশ খান, নাবিলা ইসলাম।

বৈশাখী
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘পিতা মাতার আমানত’। অভিনয়ে মান্না, অপু বিশ্বাস, পূর্ণিমা। বিকেল ৫টা ১৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম ঈদ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে  ধারাবাহিক নাটক ‘ভাগ্যবিবি’।

‘পিতা মাতার আমানত’ ছবিতে অভিনয়ে মান্না, অপু বিশ্বাস, পূর্ণিমা
ভিডিও থেকে নেওয়া

অভিনয়ে আমিরুল হক চৌধুরী, শশী। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘পরিবানু’। অভিনয়ে শিপন মিত্র, শিরিন শিলা, ঝিলিক। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘হকার ভাই’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ-২’। অভিনয়ে  রাশেদ সীমান্ত, তানজিকা আমিন। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘গার্লফ্রেন্ডের ঈদ শপিং’। অভিনয়ে  জাহিদ হাসান, ডা. এজাজ। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বিজয়ের গল্প’। অভিনয়ে রাশেদ সীমান্ত, ফারিয়া শাহরিন, কচি খন্দকার। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘কোরবানীর বিরাট হাট’। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ।

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘যদি একদিন’। অভিনয়ে তাহসান খান, শ্রাবন্তী। বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ‘ফিল্ম স্বপ্নভূক’। অভিনয়ে সাদিয়া আয়মান, মনোজ প্রামাণিক। বিকেল ৫টায় সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। সন্ধ্যা ৭টায় নাটক ‘যার জন্য করি চুরি’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘মিথ্যা বলা বারণ’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কানাডার আনাডা’। অভিনয়ে মীর সাব্বির, আরফান আহমেদ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক এখানে ‘প্রেম শেখানো হয়’। অভিনয়ে সাবরিনা পড়শি, ইয়াশ রোহান। রাত ১১টায় নাটক ‘কাম ফরম ঘানা’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

‘মিথ্যা বলা বারণ’ নাটকের দৃশ্য
আরটিভির সৌজন্যে