বারবার ফিরে আসে ’৭১

মহান বিজয়ের মাসের প্রথম প্রহর থেকেই টেলিভিশন চ্যানেলগুলো মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে নানা অনুষ্ঠান প্রচার করেছবি: কোলাজ

মহান বিজয়ের মাসের প্রথম প্রহর থেকেই টেলিভিশন চ্যানেলগুলো মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে নানা অনুষ্ঠান প্রচার করে। এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশ টেলিভিশন। বিভিন্ন সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় মুক্তিযুদ্ধের সম্মাননা। এর প্রতিবাদেও বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। এমন একটি গল্প উঠে এসেছে বিটিভির বিশেষ নাটক সত্যি কথা বলছিতে। রাত ৯টায় প্রচারিত হবে নাটকটি। নাটকের অভিনেতা আবুল হায়াত বলেন, ‘সারা বছরই তো নাটকে অভিনয় করি। কিন্তু বিজয় দিবসের নাটকে উদ্দীপ্ত হই, শিহরিত হই, শুটিংয়ের সময় ১৯৬৮ থেকে ’৭১–এর নানা স্মৃতি মনে পড়ে। নস্টালজিয়ায় ভুগি। সবশেষে মনে হয় আমরা পেরেছি। বিজয় দিবসের নাটকের জন্য এখনো মুখিয়ে থাকি।’

নাদিয়া আহমেদ ও তৌকীর আহমেদ
ছবি: সংগৃহীত

শুধু নাটকই নয়। বিটিভিতে বিজয় দিবসের নানা আয়োজন মধ্যে বেলা আড়াইটায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান ‘জয় বাঙালির জয় বাংলার’। ৩টা ১০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘স্বদেশের স্মারক’। বিকেল চারটায় সংগীতানুষ্ঠান ‘বিজয় থেকে বিজয়ে’। ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’। ৬টা ২০ মিনিটে থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘লাল–সবুজের পদাবলি’সহ বেশি কিছু আয়োজন।

ফরিদুর রেজা সাগরের গল্পে চ্যানেল আইয়ে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের নাটক ছাব্বিশ নম্বর বাড়ি। মুক্তিযুদ্ধের ঐতিহ্যপূর্ণ স্থাপনা রক্ষার গল্প নিয়ে নাটক। তৌকীর আহমেদ ও নাদিয়া অভিনীত নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকটি নিয়ে নাদিয়া বলেন, ‘বর্তমান সময়ে দেখা যায় মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতি রয়েছে, এমন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। অথচ এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম গুরুত্ব বহন করে। এগুলো সংরক্ষণ করা জরুরি। এটা নিয়ে নাটকটির গল্প।’ পাশাপাশি চ্যানেল আইয়ে আরও প্রচারিত হবে সিনেমা গেরিলা, আসাদুজ্জামান নূরের কবিতা আবৃত্তি, মমতাজের গান ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণাসহ নানা আয়োজন।

বিটিভি’র বিশেষ অনুষ্ঠান নৃত্যালেখা
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময়ের এক বীরাঙ্গনার গল্প। পাকিস্তানি সৈন্য যাকে ধর্ষণ করে। সেই মেয়ে পুনর্বাসনকেন্দ্রে আশ্রয় পায়। মেয়েটি তার বাবার জন্য অপেক্ষা করে। কিন্তু বাবা কি এসেছিলেন মেয়েকে নিতে? সেই গল্প নিয়েই বিজয় দিবসের নাটক আজ বাবা আসবেন। নাটকটি লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। নাটকে বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও জান্নাতুল হিমি। নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে। পরিচালক জুবায়ের বলেন, ‘অনেক মূল্য দিয়ে স্বাধীনতা পেয়েছি আমরা। দুই লাখ নারী নির্যাতিত, ধর্ষণের শিকার হয়েছেন। সেই নারীদের অনেকেই পরে নিজ ঘরে ফিরতে পারেননি। সময়ের সেই পরিস্থিতিকে ধরতেই নাটকটি তরুণদের সামনে আনছি।’ জানা যায়, দিনভর আরও একাধিক আয়োজন রয়েছে আরটিভিতে।

সংগীত শিল্পী শাহীন সামাদ
ছবি: সংগৃহীত


১৯৭১ সালেই বিজয়ের মাসে প্রচারিত হয় প্রথম মুক্তিযুদ্ধের নাটক বাংলা আমার বাংলা। তার পরে থেকে বিটিভিতে নিয়মিত মুক্তিযুদ্ধের অনুষ্ঠান হতো। পরে বেসরকারি টেলিভিশন যোগ হলেও তারা কেউ মুক্তিযুদ্ধের নাটক প্রচার করতে কার্পণ্য করেনি। এনটিভির অনুষ্ঠান বিভাগের জেনারেল ম্যানেজার আলফ্রেড খোকন বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি বিজয় দিবসে আলাদা কিছু করার। এবারও অপরাজিতা, একাত্তরের বিজয়িনী নামে দুটি নাটক প্রচার হবে, কবিতায় মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা গল্প নিয়ে অনুষ্ঠান করছি।’ মাছরাঙা টেলিভিশনে রয়েছে একাধিক বিজয়ের আয়োজন। টেলিভিশনটিতে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে তুহিন হোসেনের পরিচালনায় নাটক যেখানে সীমান্ত তোমার। নাটকে অভিনয় করেছেন আরশ খান ও ফারিন শাহরিন। প্রথমবার তাঁরা মুক্তিযুদ্ধের গল্পে জুটি হয়েছেন।

হিমি ও রওনক হাসান
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এ অনুষ্ঠান ‘বিজয়ের ৫১’সহ বেশ কিছু অনুষ্ঠান প্রচার করবে বাংলাভিশন। তবে এবার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো নাটক প্রচার হবে না। দীপ্ত টিভি তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে, ফাকরুল আরেফিন খানের ভুবন মাঝি—এই সিনেমা দুটি প্রচার করবে সকাল নয়টায় ও বেলা একটায়। সর্বশেষ অনুষ্ঠান মুক্তিযুদ্ধবিষয়ক ডকুড্রামা দুইটি যুদ্ধের একটি গল্প প্রচারিত হবে রাত সাড়ে ১১টায়। এ ছাড়া এটিএন বাংলা, বৈশাখী, একুশে টেলিভিশনসহ অন্য টেলিভিশনগুলো বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে সাজিয়েছে।