‘আমরা দুজনই বরিশাল্লা, এ জন্যই হয়তো’
পাথরের ওপর বসে আছেন সাফা কবির। মাটিতে বসা মুশফিক আর ফারহান। অভিনেত্রীর হাঁটুতে ভর দিয়ে হাত কপালে নিয়ে বসে আছেন অভিনেতা। ছবিটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। সেই প্রশ্ন করতেই হাসলেন অভিনেতা মুশফিক আর ফারহান। জানালেন, রোমান্টিক নাটকে দারুণ একটি চরিত্র নিয়ে আসছেন ঈদে। গল্পের মধ্যেও সিনেমাটিক উপাদান রয়েছে। নাটকটির নাম ‘আমি শুধু তোমার হব’। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। রোমান্টিক গল্পটি নিয়ে এখনই কিছু বলতে চান না তাঁরা। তবে জানালেন আট মাস বয়সের সফল জুটির রহস্য।
মুশফিক আর ফারহান ও সাফা কবিরের জুটির শুরুটা বেশি দিনের নয়। মাত্র আট মাসের। একসঙ্গে তাঁদের প্রথম দেখা যায় ‘ফিদা’ নাটকে। গত ঈদে নাটকটি প্রচারিত হয়। এটি পরিচালনা করেছিলেন রুবেল আনুশ। নাটকটি অল্প সময়েই কোটি ভিউ হয়। পরে তাঁরা ‘সুপার ওয়াইফ’, ‘হ্যাপা’, ‘দম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন।
সেগুলোও ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছিল। এখন তাঁদের ভক্তদের কাছ থেকে শুনতে হয়, জুটি হিসেবে আরও নাটকে দেখতে চাই। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও তাঁদের নিয়ে নাটক নির্মাণ করতে আগ্রহ দেখাচ্ছে।
ফারহান জানান, জুটি নয়, বরং একসঙ্গে অভিনয়ের ক্ষেত্রে বোঝাপড়াটাই আসল যেখানে অভিনয়শিল্পী তাঁর সহশিল্পীর ওপর আস্থা রাখতে পারেন। ‘বিষয়টা এমন নয় যে একটা নাটক করলাম আর জুটি হয়ে গেলাম। আমরা একসঙ্গে অভিনয় করেছি বলেই কিন্তু দর্শক আমাদের দেখেছেন, আমাদের কাজ পছন্দ করেছেন। আমরাও একসঙ্গে অভিনয় করতে গিয়ে একটা কমফোর্ট জোন পেয়েছি। যে কারণে মনে হয়েছে, আমাদের দর্শক পছন্দ করেন, একই সঙ্গে আমাদের কাজের জায়গায় কমফোর্ট জোন রয়েছে; তাহলে কেন একসঙ্গে অভিনয় করব না!’ বলেন মুশফিক।
ক্যারিয়ারে কখনোই জুটি হয়ে কাজ করতে চান না ফারহান। এ কারণেই তাঁকে কেয়া পায়েল, আয়েশা খান, নাজনীন নীহাসহ অনেকের সঙ্গেই ঘুরেফিরে দেখা যায়। মুশফিক জানান, এবার ঈদুল ফিতরে সাফা কবিরের সঙ্গে তাঁর দুটি নাটক আসবে। তবে বেশি কেয়া পায়েলের সঙ্গে। তাঁদের দেখা যাবে তিনটি নাটকে।
জুটি হিসেবে সাফা কবিরের সম্পর্কে জানতে চাইলে ফারহান বলেন, ‘আমরা অল্প সময় হলেও ব্যাক টু ব্যাক কাজ করেছি। সব কটা কাজেই দেখেছি, সাফা অসাধারণ ভালো করেছে। সে অভিনয়ের প্রতি অনেক ডেডিকেটেড। তার প্রচেষ্টা অনেক ভালো থাকে। দেখা যায়, সে শতভাগ দিয়েই অভিনয়টা করে। তারপর আমাদের অভিনয়ে বোঝাপড়াটা কাজে প্রভাব ফেলে। ভালো একটা কাজের জন্য এগুলো দরকার। অভিনেত্রী হিসেবে এককথায় বলব, সে খুবই নিবেদিতপ্রাণ।’
‘আমাদের জুটি যদি দর্শক এতটুকুও পছন্দ করে থাকেন, তাহলে এটা আশীর্বাদ,’ মুশফিক ফারহানের সঙ্গে জুটি প্রসঙ্গে কথার শুরুতেই বললেন সাফা কবির। তিনি বলেন, ‘একটি জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, পরে তাঁদের কাজ দেখার আগ্রহ বাড়তে থাকা; এটা দর্শকদের কাছ থেকে বড় প্রাপ্তি। অভিনয়শিল্পী এটাই তো চান।’
সম্প্রতি মুক্তি পাওয়া তাঁদের সব কাজই দর্শক পছন্দ করছেন। দম নাটকের নিচে একাধিক মন্তব্য, ভক্তরা জুটি হিসেবে দেখতে চান। এই জুটির পেছনে রহস্য কী? এমন প্রশ্ন শুনেই হেসে সাফা বলেন, ‘কঠোর পরিশ্রমের আসলে বিকল্প নেই। আমরা অনেক পরিশ্রমী। অনেক কষ্ট করে একটা কাজ করতে হয়। এই চেষ্টা থাকে, পর্দায় যেন আমাদের রসায়নটা সুন্দর হয়। দর্শক যেন পছন্দ করেন। ভালো লাগলে সেটাই আমাদের জুটি হিসেবে সার্থকতা। এ জন্য পরিকল্পনা করে কাজ করতে হয়। কারণ, একটাই চাওয়া থাকে, দর্শকেরা যেন ভালো বলেন।’
আট মাস আগে সাফা ও ফারহান অভিনীত প্রথম নাটক ইউটিউবে মুক্তি পায়। পরের কাজগুলো দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তাঁরা। অল্প সময়ে এই বোঝাপড়া কীভাবে তৈরি হলো? এমন প্রশ্নে সাফা বলেন, ‘খুব সহজেই আমাদের বোঝাপড়া তৈরি হয়েছে। ফারহানের সঙ্গে যখন কাজ করা শুরু করি তখন মনে হয়েছে সে খুবই সহযোগী একজন অভিনেতা। আড্ডা দিতে গিয়ে বুঝতে পারি, আমাদের কিছু জায়গায় মিল আছে। এটাও হয়তো কাজটাকে সহজ করে দিয়েছে।’
কী কী মিল, একটু জানতে চাই। হেসে সাফা বলেন, ‘আমরা দুজনই বরিইশাল্লা, এ জন্যই হয়তো! এ ছাড়া আমাদের জন্মদিনের তারিখ কাছাকাছি। আমাদের রাশিও এক, কন্যা রাশি। এসব মিল থাকায় কাজ করাটা সহজ হয়েছে। অভিনয়ের সময় পরস্পরকে বুঝতে পেরেছি।’