আসছে ‘সা রে গা মা পা’, প্রস্তুত মঞ্চ

‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গান গেয়েছেন শিল্পীরাফাইল ছবি

ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো—সা রে গা মা পা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিবছর বাংলাদেশ থেকেও যান বহু প্রতিভাবান তরুণ-তরুণী। শুধু তা–ই নয়, এই ফ্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন জনপ্রিয় গায়ক-গায়িকারাও। বলা চলে পশ্চিমবঙ্গের অন্যতম হিট রিয়েলিটি শো—সা রে গা মা পা। এবারও মহাসমারোহ নিয়ে বসছে সা রে গা মা পা–এর আসর। আবারও শো–এর সঞ্চালনায় থাকছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
এরই মধ্যে নতুন প্রতিভার সন্ধানে নেমে পড়েছে জি বাংলা। প্রকাশ্যে এল নতুন প্রোমো। সোমবার চ্যানেলের ইনস্টাগ্রামে শেয়ার করা হয় প্রোমোটি। ভিডিওতে দেখা গেছে, একঝাঁক শিল্পির ঝলক, শোনা গেছে গানের সুর। প্রোমোর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আসছে বাংলার সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো—জি বাংলা সা রে গা মা পা গ্র্যান্ড অডিশন! চোখ রাখুন শুধু জি বাংলার পর্দায়!’

আবির চট্টোপাধ্যায়
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ভিডিওর শেষে সঞ্চালক আবিরকে বলতে শোনা যায়, ‘সারা বাংলা নিচ্ছে প্রস্তুতি। আসছে সা রে গা মা পা–এর গ্র্যান্ড অডিশন। ভালো গান—যোগ্য সম্মান।’ প্রোমো দেখেই দর্শকদের উৎসাহ ও কৌতূহল বেড়েছে কয়েকগুণ।

শুধু পশ্চিমবঙ্গ নয়, নিজ নিজ প্রতিভা দেখাতে সা রে গা মা পা–এর মঞ্চে আসেন পুরো ভারতের প্রতিযোগীরা। ব্যতিক্রম নয় বাংলাদেশও। এই মঞ্চে গিয়ে শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। সা রে গা মা পা প্রতিযোগিতার মধ্য দিয়ে কলকাতা আর বাংলাদেশে দারুণ পরিচিতি পেয়েছেন তিনি।

মাঈনুল আহসান নোবেল
ছবি: ফেসবুক থেকে নেওয়া

যদিও এবারের মঞ্চে বিচারকের নাম এখনো প্রকাশ করেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে কোথায় অডিশন হচ্ছে, জানিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চ দার্জিলিং আর ৩১ মার্চ কোচবিহারে হবে অডিশন। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও প্রতিভার খোঁজে নামবে শো কর্তৃপক্ষ।